কবে হবে দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষা, জানাল CBSE

কবে হবে দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষা, জানাল CBSE

নয়াদিল্লি: করোনাকালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর বোর্ড পরীক্ষা কবে হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ পরীক্ষার দিন ঘোষণা না হওয়ায় উদ্বেগে রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার্থীরা৷ পড়ুয়াদের উদ্বেগ কমিয়ে এবার পরীক্ষার সময় ঘোষণা করল সিবিএসই৷ প্রতি বছরের মতো ২০২১-এও ফেব্রুয়ারি-মার্চ মাসেই পরীক্ষা হবে বলে জানাল সিবিএসই৷ 

আরও পড়ুন- রাজ্যের ৫০ লক্ষ পড়ুয়াকে স্কলারশিপ, রেকর্ড সৃষ্টি বাংলার

প্রথম সারির এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সিবিএসই-র কনট্রোলার অফ এগজামিনেশন স্বয়ম ভরদ্বাজ বলেন, ২০২১ সালে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পিছনোর কোনও পরিকল্পনা নেই সিবিএসই-র৷ দিন কয়েক আগেই দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা অফলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছিল সিবিএসই৷ এবার ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষা নেওয়ার কথা জানানো হল৷ ভরদ্বাজ বলেন, অফলাইনে পরীক্ষার বন্দোবস্ত করার ক্ষেত্রে সিবিএসই-র কোনও সমস্যা হবে না৷ প্যান্ডেমিকের মধ্যেই কমপার্টমেন্ট পরীক্ষা নেওয়া হয়েছে৷ সেই অভিজ্ঞতা থেকেই অফলাইনে ২০২১ সালের বোর্ড পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ 

ভরদ্বাজ আরও বলেন, কোভিড প্যান্ডেমিকের জেরে ২০২০-র চেয়ে ২০২১ এ ছাত্রছাত্রীরা পরীক্ষা চলাকালীন দুটি বিষয়ের মধ্যে আরও বেশি দিনের ব্যবধান পাবে৷ এছাড়া দীর্ঘ লকডাউন ও সংক্রমণের জেরে স্কুল করার সুযোগও পায়নি পড়ুয়ারা৷ তাদের সুবিধার কথাও বিবেচনা করা হবে৷ তাঁর কথায়,  ২০১৯ সালের ডেটাশিট তৈরির সময় দুটি পরীক্ষার মাঝে অনেকখানি সময় পেয়েছিল পরীক্ষার্থীরা৷ পর পর পরীক্ষা থাকলেও পরবর্তী পরীক্ষা যাতে সহজ হয় তা দেখা হয়েছিল৷’’

আরও পড়ুন- পরীক্ষা ছাড়াই পাস! বাংলার পড়ুয়াদের জন্য বড় ঘোষণা পর্ষদের

এই বছর করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় প্র্যাকটিকাল পরীক্ষা নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে৷ সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আমরা আশা করব রাজ্যগুলি শীঘ্রই স্কুল খোলার অনুমতি দেবে৷ যাতে পরীক্ষার আগে প্রস্তুতি সেরে ফেলতে পারে ছাত্রছাত্রীরা৷ তিনি আরও জানান, সাধারণত স্কুলগুলি দেড় মাস সময় পায়৷ তবে এই বছর প্র্যাকটিকাল পরীক্ষা এবং যাবতীয় নিয়ম সম্পন্ন করার জন্য ২ মাস সময় পাবে তারা৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 4 =