অবশেষে CBSE বোর্ড পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

অবশেষে CBSE বোর্ড পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি:  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক৷ তিনি জানান, ২০২১-এ সিবিএসই পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে৷ চলবে ১৪ জুন পর্যন্ত৷ যদিও পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি এদিন প্রকাশ করা হয়নি৷ 

আরও পড়ুন- অনলাইন হবে না, CBSE পরীক্ষার দিন ঘোষণা আগামীকাল: শিক্ষামন্ত্রী

গত সপ্তাহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টুইট করে বলেছিলেন, ‘‘ আগামী বছর সিবিএসসি বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু হবে ৩১ ডিসেম্বর সেই ঘোষণা করব৷’’ সেই মতোই আজ পরীক্ষা শুরুর দিন ঘেষণা করেন তিনি৷ তবে বোর্ড পরীক্ষা যে ফেব্রুয়ারি মাসের পর হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ ফলে পরীক্ষার সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে৷ পেন্ডামিক পরিস্থিতি বিবেচনা করে আগামী বছর প্র্যাকটিকাল পরীক্ষার বিকল্প থাকতে পারে বলেও জানিয়েছেন পোখরিয়াল৷ তবে প্রতি বছরের মতো ২০২১-এও অফলাইনে কাগজে-কলমেই বোর্ড পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ 

কোভিড পরিস্থিতির জেরে আগামী বছর বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন এসেছিল বিভিন্ন রাজ্য, শিক্ষক মহল ও অভিভাবকদের কাছ থেকে৷ যাতে পরীক্ষার্থীরা নিজেদের তৈরি করার জন্য আরও কিছুটা বাড়তি সময় পায়৷ পাশাপাশি শিক্ষকদের সঙ্গে সমনাসামনি আলোচনা করার সুযোগও পায় তারা৷ মে মাসে পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়েছিল দিল্লি সরকারও৷ বিভিন্ন মহলে আলোচনার পরই মে মাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ খুব শীঘ্রই সম্পূর্ণ সূচি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে৷  

 

আরও পড়ুন- ন্যাক-এর মূল্যায়নে ‘ডাহা ফেল’, দূরশিক্ষার তালিকা থেকে বাদ পড়ল বর্ধমান বিশ্ববিদ্যালয়

সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে৷ ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে৷ এই বছর স্কুল বন্ধ থাকলেও স্কুলগুলি প্রি-বোর্ড এগজাম নেওয়ার পক্ষেই সওয়াল করেছে৷ বাড়িতে নজরদারির অভাব এবং পরিকাঠামোগত সমস্যার জন্য স্কুলে বসেই এই পরীক্ষা দেওয়ানোর পক্ষপাতী তারা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *