নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী বছর নির্ধারিত সময়ে বোর্ডের পরীক্ষা হবে না বলে আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এদিন তিনি এই বিষয়ে আরও স্পষ্ট করে জানালেন, সিবিএসই বোর্ডের পরীক্ষা অনলাইন হবে না। আগামী বছর পরীক্ষার দিনক্ষণ কি হবে আগামীকাল ঘোষণা করে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই বক্তব্যে আপাতত স্বস্তিতে পরীক্ষার্থীরা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই মুহূর্তে পরীক্ষা করানো একেবারেই সম্ভব নয়। কবে পরীক্ষা করানো সম্ভব হতে পারে সেই বিষয়ে ইতিমধ্যেই অভিভাবক, শিক্ষক এবং ছাত্রদের একাংশের সঙ্গে আলোচনা করেছে মন্ত্রক। সবার সঙ্গে আলোচনার পর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামীকাল ঘোষণা করে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মনে করছেন, আগামীকাল পরীক্ষা নিয়ে যে ঘোষণা হবে তাতে সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। তবে যে সময়ে পরীক্ষা হোক না কেন করোনাভাইরাস সর্তকতা বিধি এবং নিয়ম মানতে হবে সকলকে। অনলাইন পরীক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, করোনাভাইরাস পরিস্থিতি শুধু ভারতের সমস্যা নয়, গোটা বিশ্বের সমস্যা। এই সময় প্রত্যেক মন্ত্রকের সঙ্গে আলোচনা চালিয়েছে শিক্ষামন্ত্রী সমস্ত বিধিনিষেধ মেনে নির্ধারিত ভাবেই পরীক্ষা সংগঠন করা যায়। অনলাইন পরীক্ষার থেকে স্বাভাবিক নিয়মে পরীক্ষা করানোর উদ্দেশ্যে।
স্বাভাবিক নিয়মে পরীক্ষা সংগঠন হলে সর্তকতা আরো বাড়িয়ে ফেলতে হবে। সেই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, পরীক্ষা যখনই হোক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিধি-নিষেধ মানতে বলবে এবং যে গাইড লাইন দেওয়া হবে তার ভিত্তিতেই পরীক্ষা সংগঠিত হবে। পরীক্ষার্থীদের সুরক্ষা সবার আগে, সেই কারণেই ব্যাপকতর আলোচনা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।এর আগে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, স্বাভাবিক বছরগুলিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ মাস পর্যন্ত সমস্ত পরীক্ষা সম্পন্ন হত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে এই সময়ে পরীক্ষা হওয়া সম্ভব নয়। এর জন্য এক এবং একমাত্র কারণ করোনাভাইরাস। সামগ্রিক পরিস্থিতি একেবারেই অনুকূল না হওয়ায় এই সময় পরীক্ষা করতে চাইছে না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।