করোনা আবহে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়

করোনা আবহে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা: অতিমারি পরিস্থিতিতে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ সেমিস্টার পরীক্ষার জন্য ফি দিতে হবে না ছাত্রদের৷ শুধু তাই নয়, বিনা মূল্যেই পাওয়া যাবে মার্কশিট৷

আরও পড়ুন- কলকাতায় ত্রিপুরার একাধিক BJP বিধায়ক, তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে

এদিন ওয়েবসাইটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সেমিস্টারের জন্য টিউশন ফি মকুব করা হল৷ কতগুলি সেমিস্টারের জন্য ফি মকুব করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়৷ পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত ভাবে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে জানানো হয়েছে, মার্কশিটের জন্যেও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না৷   

প্রসঙ্গত, কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য যে ফি নেওয়া হয়, এই বছর প্রতিটি কলেজই তা মকুব করেছে৷ আজ আবেদনের শেষ দিন৷ যে যতগুলি কলেজেই আবেদন করুন না কেন, কেনও কলেজই ফি নেয়নি৷ সেখান থেকে একধাপ এগিয়ে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় জানাল, সেমিস্টারের জন্য  ফি দিতে হবে না৷  

আরও পড়ুন- বিষ-কাণ্ডে পুলিশি ব্যর্থতা? আরও জোরদার আন্দোলনের সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দা বিভাগ

প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে সংকটে পড়েছেন ছাত্রছাত্রীরাও। দীর্ঘদিন ধরেই কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। ক্লাস চলছে অনলাইনে। তাই ফি মকুবের একটা দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার কার্যত সেই পদক্ষেপই করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =