কলকাতা: তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা৷ উত্তর পূর্বের এই রাজ্য দখল করতে মরিয়া রাজ্যের শাসক দল৷ বার বার ত্রিপুরায় ছুটে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব৷ এবার ত্রিপুরা থেকে কলকাতায় এলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক৷ তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁরা দেখা করতে পারেন বলে সূত্রের খবর৷
আরও পড়ুন- বিষ-কাণ্ডে পুলিশি ব্যর্থতা? আরও জোরদার আন্দোলনের সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দা বিভাগ
জানা যাচ্ছে ত্রিপুরায় বিজেপি বিধায়কদের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে৷ সরকারে থেকেও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধিতা করছেন দলের কিছু বিধায়ক৷ সূত্রের খবর, সেই বিক্ষুব্ধ বিধায়কদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন কলকাতায় রয়েছেন৷ সম্ভবত আজই তৃণমূলের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হতে পারে তাঁদের৷
আরও পড়ুন-অনলাইনে প্রতারণার ফাঁদে ছাত্র, ৮১ হাজার টাকা খুইয়ে অসহায় পরিবার
এদিকে, ত্রিপুরা বিজেপি’র প্রদেশ সভাপতিকে নিয়ে দিল্লি গিয়েছিলেন বিপ্লব দেব৷ মুখ্যমন্ত্রী বদলের যে জল্পনা উঠেছিল তা আপাতত স্তিমিত রয়েছে৷ তবে এর পর থেকেই বিজেপি’র বিক্ষুব্ধ বিধায়করা দলের কর্মসূচি এড়িয়ে চলতে শুরু করেছেন৷ সেই নেতারাই এবার কলকাতায় পা রেখেছন৷ শীঘ্রই তাঁরা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা৷ বিজেপি’র একাধিক বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তৃণমূলের তরফেও জানানো হয়েছে৷ এই বিদ্রোহী বিধায়করা তৃণমূলে যোগ দিলে দলের সংখ্যা গরিষ্ঠতা নিয়েও সমস্যা তৈরি হতে পারে ত্রিপুরায়৷