উদ্ভট নম্বরে ভরা মেধাতালিকা প্রত্যাহার বিশ্বভারতীর, খুশি পড়ুয়ারা

উদ্ভট নম্বরে ভরা মেধাতালিকা প্রত্যাহার বিশ্বভারতীর, খুশি পড়ুয়ারা

বোলপুর: পরীক্ষার্থীরা যখন মেধাতালিকায় দেখেছিল তখন প্রত্যেকের চক্ষু চড়কগাছ। ১০০ নম্বরের পরীক্ষায় কেউ পেয়েছিল ২০০, আবার কেউ পেয়েছিল ১৯৮! বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই অদ্ভুত মেধা তালিকা দেখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে চরম বিতর্কের মধ্যে সেই মেধাতালিকা প্রত্যাহার করে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হলো যে পরবর্তী সময়ে ফের মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।

আরও পড়ুন- পিএসি-র চেয়ারম্যান পদে কি মুকুলই? সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে, নির্দেশ হাইকোর্টের

গত ১৪ সেপ্টেম্বর অনলাইনে নেওয়া হয় m.ed-এ ভর্তি পরীক্ষা। সেই পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ার পরেই কার্যত হতবাক হয়ে যায় পড়ুয়ারা। যে তালিকা প্রকাশ করা হয় সেখানে এমন ছাত্র-ছাত্রী রয়েছেন যারা ১০০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ১৯৮-২০০ নম্বর। এদিকে এই পরীক্ষা হয়েছে ৬০ নম্বর লিখিত এবং ৪০ নম্বর অ্যাকাডেমিক স্কোরের ওপর। তাই কী ভাবে এই রকম গাফিলতি হল তা কিছুতেই বুঝতে পারছে না কেউ। এই মেধা তালিকার ওপর ভিত্তি করেই এই কোর্স পড়ার সুযোগ পান পরীক্ষার্থীরা। কিন্তু এখন এই মেধা তালিকা দেখার পর অধিকাংশ পরীক্ষার্থীরা চরম বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন। আদতে তারা কত নম্বর পেয়েছেন সেটাই বুঝতে পারছেন না স্বাভাবিকভাবে। তবে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুশ্চিন্তা কেটেছে সকলের। 

আরও পড়ুন- একই পরিবারের ৩ জনকে লক্ষ্য করে গুলি, হত এক, আহত দুই

শুধু দু একজনের ক্ষেত্রে এই রকম সমস্যা হয়নি। মেধাতালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, পরীক্ষার্থীদের বেশ কয়েকজন ১০০ নম্বরের এই পরীক্ষায় পেয়েছেন ১৯৬, ৩৬৭, ১৫১, ২৭৫! উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫০টি আসনের জন্য এই পরীক্ষা হয়েছে। আসনের মধ্যে ২৫টি আসন বহিরাগতদের জন্য সংরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =