আছেন কৃষ্ণ, নেই আবকর! ইতিহাসে UGC-র নয়া পাঠ্যক্রমে গেরুয়া ছাপ, নাখুশ বাংলা

আছেন কৃষ্ণ, নেই আবকর! ইতিহাসে UGC-র নয়া পাঠ্যক্রমে গেরুয়া ছাপ, নাখুশ বাংলা

নয়াদিল্লি: স্নাতক স্তরে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত ইতিহাসের পাঠ্যক্রম দেখে হতবাক শিক্ষাবিদরা৷ এই পাঠ্যক্রমে স্পষ্ট ফুটে উঠেছে গেরুয়া ছাপ৷ কারণ স্নাতকের পাঠ্যক্রমে ‘রামায়াণ’, ‘মহাভারত’-কে রাখা হলেও বাগ পড়েছেন আকবর৷ বারবার করে উল্লেখ করা হয়েছে ‘ইন্দো সরস্বতী সভ্যতার’ কথা৷ বিশেষ ভাবে জোড় দেওয়া হয়েছে বেদে, উপনিষদের উপর৷ এভাবে পাঠ্যক্রম থেকে মধ্যযুগের ইতিহাস বাদ পড়ায় প্রশ্ন উঠেছে৷ এমনকী রেফারেন্স বইয়ের তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান হাবিব, রামশরণ শর্মারা৷  ফলে অএই সিলেবাসে অখুশী বাংলার শিক্ষক-শিক্ষিকারা৷

আরও পড়ুন-চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সে আরও সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের

 

এছাড়াও ইতিহাসের নয়া পাঠ্যক্রমে রয়েছে ‘ধর্ম ও দর্শনে ভারতীয়দের ধ্যান ধারণা’, ‘প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি’র মতো বিষয়৷ ইউজিসি’র নয়া পাঠ্যক্রে অনেকেই গেরুয়া শিবিরের প্রতিচ্ছবি দেখছেন৷ নতুন পাঠ্যক্রমে বাবরের কথা উল্লেখ থাকলেও তাঁকে হানাদার বলে উল্লেখ করা হয়েছে৷ সাংস্কৃতিক ঐতিহ্যের নাম স্থান দেওয়া হয়েছে হিন্দু তীর্থক্ষেত্র, হিন্দু মেলা ও স্থাপত্যকে৷ তাছাড়া ‘আইডিয়া অফ ভারত’ নামে আলাদা পেপারে যুক্ত হয়েছে বেদ-পুরাণ ও উপনিষদ৷   

আরও পড়ুন- শুরুতেই সাড়া, মাত্র ১০ দিনে ১,৩৫৫ কোটি ঋণের আবেদন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে

 

বিশেষজ্ঞরা মনে করথেন ইতিহাসের আড়ালে আসলে ছাত্রছাত্রীদের দেওয়া হবে হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের পাঠ৷ পড়ানো হবে পঞ্চতন্ত্র, জাতকের গল্প৷ রয়েছে ভজন ও বৈদিক মন্ত্র৷ এমনকী ইতিহাসের বইয়ে ঠাঁই পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণও৷ কিন্তু মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার সেখানে কোনও গুরুত্ব নেই৷ এতদিন যাঁরা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃষ্ণের কথা পড়েছেন৷ কিন্তু কৃষ্ণ এবার ঐতিহাসিক চরিত্র! মধ্যযুগকে কেন নতুন পাঠ্যক্রমে উপেক্ষা করা হল, তীব্র প্রশ্ন উঠেছে৷ নেই বাংলার দুর্ভিক্ষের অধ্যায়৷ ঐতিহাসিক চরিত্রের বদলে ইতিহাসের পাতায় পৌরানিক চরিত্রের ভিড়৷ আর রেফারেন্সের তালিকায় রয়েছে গুচ্ছ হিন্দ বইের নাম৷ যা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =