শুরুতেই সাড়া, মাত্র ১০ দিনে ১,৩৫৫ কোটি ঋণের আবেদন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে

শুরুতেই সাড়া, মাত্র ১০ দিনে ১,৩৫৫ কোটি ঋণের আবেদন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে

কলকাতা:  প্রতিশ্রুতি মতো রাজ্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এই প্রকল্প চালু হতেই ঝড়ের গতিতে বাড়ছে ঋণের আবেদন৷ শনিবার পর্যন্ত রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে জমা পড়ল ১,৩৫৫ কোটি টাকা ঋণের আবেদন৷ 

আরও পড়ুন- মাতৃভাষায় শিক্ষার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা

গত ৩০ জুন আনুষ্ঠানিক ভাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর শিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল, এবার থেকে আর পড়াশোনার খরচের জন্য চিন্তা করতে হবে না পড়ুয়া ও তাঁদের অভিভাবকদে৷ ১০ দিনের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে৷ রাজ্যের পড়ুয়ারা এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য ঋণ চেয়ে আবেদন জানাচ্ছেন। ৯ জুলাই পর্যন্ত মোট ২৫,৮৪৭টি আবেদন জমা পড়েছে।  আবেদনকারীর মধ্যে ছাত্রের সংখ্যা ১৬ হাজার ৩৮৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ হাজার ৪৬১ জন বলে শিক্ষা দফতর সূত্রে খবর৷ এর মধ্যে শুধুমাত্র এ রাজ্যের পড়ুয়ার সংখ্যা ১৯ হাজার ৯৪৮ জন৷ রাজ্যের বাইরে পড়াশোনা করা ছাত্রছাত্রীর সংখ্যা ৫,৮৯৯। স্টুডেন্টস কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব৷ কোনও জামিনদার ছাড়াই মিলবে ঋণ৷ 

আরও পড়ুন- নম্বর সহ তালিকা প্রকাশের পরেও ‘অসন্তোষ’, উচ্চ প্রাথমিক ঘিরে ফের বিতর্ক

পড়ুয়াদের সুবিধার জন্য অনলাইনেই আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আলাদা পোর্টাল রয়েছে। একইসঙ্গে কেউ চাইলে উচ্চশিক্ষা দফতরের পোর্টালেও আবেদন করতে পারেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গ্যারান্টার হবে রাজ্য সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীরা এই কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন। কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপ কেনার জন্যেও ঋণ দেওয়া হবে। কেউ চাইলে এক বারে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারেন, আবার কেউ ধাপে ধাপে ২ লক্ষ টাকা বা ৪ লক্ষ টাকা করেও ঋণ নিতে পারেন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =