UPSC পাশ করাই এখন লক্ষ্য উচ্চমাধ্যমিকে অষ্টম সমাদৃতার

UPSC পাশ করাই এখন লক্ষ্য উচ্চমাধ্যমিকে অষ্টম সমাদৃতার

50f92b56380bc474c54b167605887ed7

কলকাতা: শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল৷ উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছেন জলপাইগুড়ির গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী সমাদৃতা দাস৷ তিনিই সম্ভাব্য জেলার মধ্যে প্রথম৷ মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার৷ আগামী দিন ইউপিএসসি পরীক্ষা দিয়ে দেশের কাজ করতে চান সমাদৃতা৷ 

আরও পড়ুন- আগামী দিনে পথশিশুদের নিয়ে কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

তাঁর কথায়, খুবই ভালো লাগছে৷ বাবা-মা, প্রাইভেট টিচার এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সাহায্য না করলে এত ভালো ফল করতে পারতাম না৷ সমাদৃতা জানান, এইবার হোম সেন্টারে পরীক্ষা হলেও, বরাবরই তাঁদের স্কুলে কড়া গার্ড দেওয়া হয়৷ তবে চেনা পরিবেশ হওয়ায় পরীক্ষা দেওয়ায় ভয়টা কাজ করেনি৷ তার জন্যেই হয়তো পরীক্ষাটা এত ভালো হয়েছে৷ 

তিনি বলেন, ঘড়ি ধরে কোনও দিনই পড়াশোনা করিনি৷ খুব অল্প সময় পড়েছি৷ তবে যতটুকু সময় পড়েছি মন দিয়ে৷ যাতে ওই পড়াটা পরবর্তীতে কাজে লাগে৷ সমাদৃতা জানান, ব়্যাঙ্ক পাওয়ার জন্য পড়াশোনা করেননি৷ তবে পরীক্ষা দেওয়ার পর আশা করেছিলেন ভালো ফল হবে৷ প্রতিটি বিষয়েই শিক্ষক ছিল তাঁর৷ উচ্চমাধ্যমিকে তাঁর বিষয় ছিল- ভুগোল, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান ও মিউজিক৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১৷ পড়াশোনা ছাড়া গান করতে ভালোবাসেন সমাদৃতা৷ পাশাপাশি ছবি আঁকেন ও হাতের কাজ করেন৷ 

সমাদৃতার বাবা শুভজিৎ দাস বলেন, মাধ্যমিকেও ব়্যাঙ্ক পাওয়ার চেষ্টা করেছিল সমাদৃতা৷ কিন্তু কোনও কারণে তা হয়ে ওঠিনি৷ কিন্তু উচ্চমাধ্যমিকে বলেছিল ১ থেকে ১০-এর মধ্যে থেকে দেখিয়ে দেব৷ তিনি জানান, ছোট থেকে পড়াশোনার জন্য কোনও দিন বলতে হয়নি সমাদৃতাকে৷ ও নিজের মতো করেই পড়াশোনা করত৷ বরং তিনিই বলতেন এত পড়াশোনা করতে হবে না৷ মেয়ের এই রেজাল্টে দারুণ উচ্ছ্বসিত তিনি৷ মেয়ের উপর সম্পূর্ণ আস্থা ছিল তাঁর৷