আগামী দিনে পথশিশুদের নিয়ে কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

আগামী দিনে পথশিশুদের নিয়ে কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

1bfb9cd678af175ff311c6c375aa2749

কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল৷ ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা৷ মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার৷ উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার পর অদিশা বলেন, ”বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পেরেছি। এতে আমি খুশি৷’’

আরও পড়ুন- আগামী বছর কবে উচ্চ মাধ্যমিক? দিনক্ষণ-সিলেবাস ঘোষণা সংসদের

অদিশা আরও বলেন, ‘‘আমি যে খুব বেশি সময় ধরে পড়েছি, তা নয়। সারাদিন বই নিয়ে বসে থাকতে ভালো লাগত না। আজ সকলের সঙ্গে দারুণ মজা করব৷ শিবের পুজো করেছি। প্রথম খবর ফল শোনার পর কেঁদে ফেলেছিলাম। আমার শিক্ষক-শিক্ষিকারা সকলে খুবই সাহায্য করেছেন। আগামী দিনে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চাই। নাচ করতেও খুব ভালোবাসি। আবৃত্তিও করি।’ জানান, সৎ পথে রোজগার করাই তাঁর লক্ষ্য এবং আগামী দিন পথশিশুদের নিয়ে কাজ করতে চান৷

অদিশা আরও বলেন,  ‘‘ভালো রেজাল্ট করব ভেবেছিলাম। তবে এতটা ভালো হবে ভাবতে পারিনি।’  তাঁর কথায়, বাবা-মা অথবা পরিবার-পরিজন কিংবা আত্মীয়-স্বজন কেউই কখনও তাঁকে প্রথম হওয়ার জন্য চাপ দেননি। মাধ্যমিকেও ভালো নম্বর পেয়েছিলেন অদিশা৷ ৬৭৮ পেয়েছিলেন তিনি৷ আর এবার উচ্চমাধ্যমিকে একেবারে প্রথম স্থান দখল করলেন৷