কলকাতা: করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কোভিড বিধি মেনে খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তাই সময় মতোই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ মঙ্গলবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সবকটি জেলার জেলাশাসক ও পর্ষদের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, নির্ধারিত সূচী মেনেই অফলাইনে পরীক্ষা নেওয়া হবে৷ খবর নবান্ন সূত্রে৷
আরও পড়ুন- স্কুল শিক্ষায় বেসরকারিকরণ? অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
বলা হয়েছে, পরীক্ষার আগে প্রতিটি স্কুল স্যানিটাইজ করতে হবে৷ উভয় পরীক্ষার আগে বাধ্যতামূলক ভাবে সাজেশন দিতে হবে৷ অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সেই সঙ্গে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি বসানোর নির্দেশও দিয়েছে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উল্লেখ্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ মার্চ মাধ্যমিক ও ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা৷
এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচশোর নীচে রয়েছে৷ এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে হবে, সে সম্পর্কে সঠিক দিশা মিলছিল না। কারণ রাজ্যের করোনা পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে থাকলেও জেলাওয়াড়ি পরিস্থিতি কেমন, অফলাইন পরীক্ষার ক্ষেত্রে কোনও রকম সমস্যা রয়েছে কি না, সেই সব বিষয়ে খুঁটিটে জানতেই জেলাশাসকদের সঙ্গে আজ বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব৷
জানা গিয়েছে, সব দিক খতিয়ে দেখে স্কুলে পরীক্ষাকেন্দ্রে গিয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে বসেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি নিয়ে বাড়তি সতর্ক থাকবে রাজ্য সরকার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>