উচ্চ মাধ্যমিকে জেলায় দ্বিতীয় রিয়াঙ্কা, নার্স হয়ে মানবসেবার ইচ্ছা

উচ্চ মাধ্যমিকে জেলায় দ্বিতীয় রিয়াঙ্কা, নার্স হয়ে মানবসেবার ইচ্ছা

পুরুলিয়া: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, প্রথম দশে রয়েছেন ২৭২ জন৷ এর মধ্য ১৪৪ জন ছাত্র ও ১২৮ জন ছাত্রী৷ জেলা ভিত্তিক তালিকায় পুরুলিয়ার নপাড়া হাই স্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাতো দ্বিতীয় স্থান পেয়েছেন। তবে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় তাঁর নাম দশ নম্বরে। এবার তাঁর জীবনের লক্ষ্য কী? ডাক্তার না ইঞ্জিনিয়ার, কী হবে? রিয়াঙ্কা কিন্তু এসবের দিকে নেই। তাঁর ইচ্ছা নার্স হয়ে মানুষের সেবা করা।

আরও পড়ুন- আগামী দিনে পথশিশুদের নিয়ে কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে রিয়াঙ্কা। পুরুলিয়া লেজায় সে দ্বিতীয় হয়েছে। মেধা তালিকায় থাকা বাকিদের বেশিরভাগ চাইছে বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে। কিন্তু রিয়াঙ্কা তা হতে চায় না। বরং সে চায় তাঁর দিদি’র মতো নার্স হতে। সংবাদমাধ্যমে সে জানিয়েছে, তাঁর দিদি প্রিয়াঙ্কা নার্সিং নিয়ে পড়াশুনা করছে। তাই তাঁর মতো সেই তাই করতে চায়। এক্ষেত্রে দিদি’র পথেই হাঁটতে চায় রিয়াঙ্কা। তবে নিজের এই এত বড় সাফল্য নিয়ে কী বলছে পরীক্ষার্থী?

রিয়াঙ্কা জানিয়েছে, ভালো ফল সে করবে জানত, এই আত্মবিশ্বাস তাঁর মধ্যে বরাবর ছিল। কিন্তু মেধা তালিকায় তাঁর নাম উঠবে এমনটা সে আশা করেনি বলেই জানিয়েছে। রিয়াঙ্কার এই ফলে তাঁর পরিবারের সকলে মারাত্মক খুশি এবং রিয়াঙ্কা যা হতে চায় তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে বলেই জানিয়েছেন তারা। তাঁর বাবা-মা’র বক্তব্য, মেয়ে যাই করুক না কেন, তারা জানেন সে ভালো করবে। তারা সর্বদা তাঁর পাশেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =