মুর্শিদাবাদ: তার হাত থেকেও নেই। প্রায় অসাড় দু’টি পা-ও। এই অবস্থা নিয়েই শুধুমাত্র মনের জোরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। ফল প্রকাশ পেতেই যেন মিরাকেল। ৬ বিষয়ে লেটার মার্কস পেয়েছে মুর্শিদাবাদের মহম্মদ আলম রহমান। তার এই অবাক করা সাফল্যে খুশি আলমের পরিবার সহ স্কুলের সকলেই। প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে এই ফল করা আলম বড় হয়ে স্টিফেন হকিংন্সের মতো হতে চায়।
আরও পড়ুন- মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, নিমেষে গুলিতে ঝাঁঝরা ২১
মাধ্যমিকের ফল প্রকাশ পাওয়ার পর দেখা যায়, আলম প্রথম ভাষায় পেয়েছে ৯১, দ্বিতীয় ভাষায় পেয়েছে ৮৬, অঙ্কে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫, ইতিহাসে ৮৪ পেয়েছে, অর্থাৎ ৬ বিষয়ে লেটার পেয়েছে সে। মোট ৬২৫ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছে আলম। প্রথম থেকেই তার ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়াশুনা করার। আর এই ফল করার পর সে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তার স্বপ্ন বিজ্ঞানী স্টিফেন হকিংন্সের মতো গবেষণা, চর্চা করার। আলমের এই সাফল্য স্বাভাবিকভাবেই বাধ ভাঙা উচ্ছ্বাস তার বাড়িতে। পরিবারের তরফ থেকে জানান হয়েছে, সে যদি স্বাভাবিক হতো তাহলে আরও অনেক ভালো ফল করতে পারত। যদিও এই ফলেও তারা বিরাট আনন্দিত।
যদিও একটা চাপা দুশ্চিন্তা থেকেই গিয়েছে আলমের পরিবারে। তার বাবা জানিয়েছেন, ছেলের ফলে গর্বিত হলেও এখন তাদের চিন্তা হচ্ছে তার স্বপ্ন পুরণ হবে কিনা সেটা নিয়ে। কারণ তাদের অর্থের অভাব। দারিদ্রের সংসার। এই অবস্থায় সাহায্য ছাড়া তার পড়াশুনা এগোনো সম্ভব নয়। এই সময়ে তারা সকলে সরকার বা কোনও সচ্ছল ব্যক্তির সাহায্য আশা করছেন।