আড়াই কোটির বৃত্তি ১৯ বছরের মেধাবীর, পাড়ি দিচ্ছে বিদেশে

আড়াই কোটির বৃত্তি ১৯ বছরের মেধাবীর, পাড়ি দিচ্ছে বিদেশে

পাটনা: বয়স মাত্র ১৯৷ কিন্তু তার মেধা অপরিসীম৷ আর এই মেধার জোড়েই আড়াই কোটি টাকার স্কলারশিপ জিতে নিলেন মেধাবী ছাত্র হৃতিক রাজ৷ তাঁর এই সাফল্যে গর্বিত শহর পাটনা৷ পড়াশোনার প্রতি তাঁর অপরিসীম আগ্রহ দেখার পরই হৃতিককে আড়াই কোটি টাকার বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন বিশ্ববিদ্যালয়৷ 

আরও পড়ুন- IIT-র দরজা খুলতেই করোনা সংক্রমণ, আক্রান্ত ৬৬ পড়ুয়া!

প্রতিভা থাকলে তা বিকশিত হবেই৷ এমনই এক প্রতিভার নাম হৃতির রাজ৷ তাঁকে নিয়ে গর্বিত বিহার৷ তবে শুধু বিহার বা পাটনা নয়, হৃতিক গোটা ভারতের নাম উজ্বল করেছে৷ তাঁকে বৃত্তি দিতে চলেছে ওয়াশিংটন ডিসির জর্জিটাউন বিশ্ববিদ্যালয়৷ পাটনার গোলা রোডের মখদুমপুরের বাসিন্দা হৃতিক রাজ রেডিয়েন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র৷ শুধু বৃত্তিই নয় ওয়াশিংটনের ডিসি জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগও পেয়েছে সে৷ আগামী চার বছর তাঁর পড়াশোনার খরচ দেবে বিশ্ববিদ্যালয়ই৷ কী ভাবে হৃত্বিক এখানে পৌঁছল সে কথা জানিয়েছেন তার বাবা৷ খুব শীঘ্রই আমেরিকায় পাড়ি দেবে সে৷ এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে উপচে পড়ে শুভাকাঙ্খীদের ভিড়৷ হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা৷ অরূপ স্কলারশিপ নামে ওয়াশিংটন ডিসির জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে এই আড়াই কোটি টাকার বৃত্তি পেয়েছে সে৷ ১৬০০আসনে ২১৩০০-এরও বেশি প্রার্থীর মধ্যে থেকে এই স্কলারশিপের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে৷ ছেলের সাফল্যে উচ্ছ্বসিত তাঁর গোটা পরিবার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *