IIT-র দরজা খুলতেই করোনা সংক্রমণ, আক্রান্ত ৬৬ পড়ুয়া!

IIT-র দরজা খুলতেই করোনা সংক্রমণ, আক্রান্ত ৬৬ পড়ুয়া!

চেন্নাই: এবার করোনার গ্রাসে মাদ্রাজ আইআইটি৷ এক সঙ্গে আক্রান্ত হলেন আইআইটি’র ৬৬ জন পড়ুয়া৷ সংক্রমণ রুখতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল ডিপার্টমেন্ট, ল্যাব ও লাইব্রেরি৷ জানা গিয়েছে ৬৬ জন করোনা আক্রান্ত পড়ুয়ার সংস্পর্শে এসেছে প্রায় ৭০০ জন৷ তাঁদের সকলেরই করোনা টেস্ট করা হবে৷ 

আরও পড়ুন- প্রকাশিত UGC NET ২০২০-র ই-সার্টিফিকেট, পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটেই

৬৬ জন পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ার পরই আবাসিকে ছাত্রদের থাকা সীমিত করে দেওয়া হয়েছে৷ মাত্র ১০ শতাংশ আবাসিক ছাত্র হোস্টেলে থাকার অনুমতি পাবে বলে আইআইটি মাদ্রাজের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে৷ ৬৬ জন ছাত্রের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর আবাসিক ছাত্রদেরও করোনা টেস্ট করা হয়েছে৷ তাঁদের প্যাটেকজাত খাবার দেওয়ার কথাও বলা হয়েছে৷ পড়ুয়া, গবেষক এবং শিক্ষকদের বাড়ি থেকেই নিজেদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ কতজন ছাত্র, গবেষক ও শিক্ষককে ল্যাবে ঢোকার অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ কিছু গবেষক তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েছিলেন তাঁদের সেই অনুমতিও দেওয়া হয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে৷ 

তবে করোনা আক্রান্ত ছাত্ররা সকলেই ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণান৷ তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ সারা রাজ্যে যে ভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে আক্রান্ত হওয়া স্বাভাবিক৷ এই ঘটনার পরই ক্যাম্পাসে লকডাইন জারি করা হয়েছে৷ তবে এখনও ক্যাম্পাসে ৭৭৪ জন পড়ুয়া আছে৷ আক্রান্তরা সকলেই কৃষ্ণ ও যমুনা হাসপাতালের আবাসিক৷  

আরও পড়ুন- নয়া শিক্ষানীতিতে স্কুল শিক্ষার মান বাড়াতে ৩০০ প্রকল্পের তালিকা, জানালেন শিক্ষামন্ত্রী

প্রথম থেকেই করোনার হটস্পট থেকেছে তামিলনাড়ির রাজধানী চেন্নাই৷ তবে পরিস্থিতি আগের থেকে একটু স্বাভাবিক৷ কমেছে আক্রান্তের সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় চেন্নাইতে আক্রান্ত হয়েছেন ৩৪০ জন৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =