কলকাতা: দীর্ঘ দিন ধরে বদলির জন্য আবেদন জানিয়ে আসছিলেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা৷ বদলি ইস্যুতে অসন্তোষ দানা বাঁধছিল শিক্ষকদের মধ্যে৷ এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (মিউচুয়াল ট্রান্সফার) বিধি, ২০১২ মোতাবেক মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁদের আবেদন মঞ্জুর করা হবে৷
আরও পড়ুন- কার্যকর শিক্ষক বদলি প্রক্রিয়া, প্রস্তাব পাঠাবে SSC! নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বদলির জন্য প্রয়োজনীয় সুপারিশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন৷ কমিশনের ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে৷ যাঁরা বদলি চাইছেন তাঁরা বদলি সংক্রান্ত সুপারিশটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন৷ কমিশনের ওয়েবসাইটটি হল www.westbengalssc.com৷ কোনও বিষয়ে ভুল বা বাদ দেওয়ার জন্য ইমেলের মাধ্যমে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে৷ ইমেল অ্যাড্রেস হল- wbssctransfer@gmail.com৷ ২০ অক্টোবর ২০২০ থেকে রেকমেনডেশন লেটার ডাউনলোড করা যাবে৷
এর আগে বিকাশ ভবন থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি তে বলা হয়েছিল, শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে তাঁদের সুবিধা অনুযায়ী বদলির প্রস্তাব করবে স্কুল সার্ভিস কমিশন৷ পরিকাঠামোর অভাব এবং পর্যাপ্ত কর্মীর অভাবে দীর্ঘ দিন ধরে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি৷ এবার তা গতি পাবে৷
আরও পড়ুন- পোস্টিং কলকাতায়, বেতন ২০ হাজার, অষ্টম শ্রেণি পাস হলেই ডাক বিভাগে নিয়োগ
গত সরস্বতী পুজোর আগের স্কুল শিক্ষকদের জন্য সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, শিক্ষকরা নিজের জেলায় বদলির সুযোগ পাবেন৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও থমকে ছিল শিক্ষকদের বদলি৷ স্কুল সার্ভিস কমিশনের তরফে পারস্পরিক বদলি জন্য গত বছর শেষের দিকে হেয়ারিং হলেও নতুন স্কুলে নিয়োগের ছাড়পত্র নিয়ে সমস্যায় পড়েন বহু শিক্ষক৷ কমিশন ও বিকাশ ভবনের সমন্বয়ের অভাব নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষকদের একাংশ৷ এক বছরেরও বেশি সময় বন্ধ ছিল শিক্ষকদের পারস্পরিক বদলি৷ হালে তা চালু হলেও ছিল গুচ্ছ সমস্যা৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাতেও ওঠে দুর্নীতির অভিযোগ৷ এবার শিক্ষকদের জন্য সুখবর শুনিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷