কলকাতা: করোনা আবহে পরীক্ষা হয়নি৷ বিকল্প মূল্যায়নের ভিত্তিতেই মাধ্যমিকের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। পরীক্ষা না হওয়ায় মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। মধ্য শিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল মঙ্গলবার সকাল ৯টা থেকে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। ছাত্রছাত্রীরা অবশ্য এখনই তাঁদের রেজাল্ট জানতে পারবেন না। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে। সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে গত বছর পাশের হার ৮৬.৩৪ শতাংশ৷ এবছর পাশের হার ১০০ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর ৬৯৭৷ ৭৯ জন এই নম্বর পেয়েছেন৷
আরও পড়ুন- কিছুদিন আগেও ছিলেন ঝাড়ুদার, আজ তিনিই ডেপুটি কালেক্টর
এ বছর ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাঁদের মধ্যে ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা না হওয়ায় এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডও হাতে পাননি পড়ুয়ারা। ফলে রোল নম্বরের সাহায্যে ওয়েবসাইটে ফল জানা যাবে না। বদলে ওয়েবসাইটে ফল দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে৷ মঙ্গলবারই সকাল ১০টা থেকে পর্যদের ৪৯টি বিতরণ কেন্দ্র থেকে মাধ্যমিকের মার্কশিটও দেওয়া হবে। দেওয়া হবে অ্যাডমিট কার্ডও৷
পরীক্ষার বাতিলের পর মাধ্যমিকের ক্ষেত্রে বলা হয়েছিল ২০১৯ সালে নবম শ্রেণির পরীক্ষায় ছাত্রছাত্রীরা যে নম্বর পেয়েছিল, সেই মার্কশিট স্কুলগুলিকে পাঠাতে হবে৷ এছাড়াও ২০২০ সালে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরও স্কুলগুলি পর্ষদের কাছে জমা দেবে৷ অর্থাৎ নবম শ্রেণির মার্কশিট ও দশম শ্রেণির ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নম্বরের ভিত্তিতেই এই বছর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হয়েছে৷