চার মাসে ভারতীয় ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে এক তৃতীয়াংশ

চার মাসে ভারতীয় ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে এক তৃতীয়াংশ

3 stocks recomended

নয়াদিল্লি: গত চার মাসে ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়েছে এক তৃতীয়াশ৷ ইউবিএস এবং পিডব্লিউসি কর্তৃক প্রকাশিত বিলিওনেয়ার ইনসাইট রিপোর্ট ২০২০তে বলা হয়েছে, গত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত দেশের কোটিপতিদের সম্মিলিত সম্পদ বেড়েছে এক তৃতীয়াংশেরও বেশি৷ ২০০৯ সাল থেকে প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পয়েছে তাঁদের সম্পত্তির পরিমাণ৷ বিশ্বের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারতের কোটিপতিরা৷ 

আরও পড়ুন- কম সুদে ঋণ নিতে চান? অনলাইনে মিলছে সুযোগ

প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বিশ্বের ১০ জন ধনীর তালিকায় উঠে আসার কয়েক মাস পর এই রিপোর্ট প্রকাশিত হয়৷ কয়েক সপ্তাহ আগে হুরুন এবং আইআইএফএল প্রকাশিত অন্য একটি সম্পত্তি ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়ো প্লাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল তহবিল সংগ্রহের সঙ্গে সঙ্গে তার সংস্থার শেয়ারও বেড়ে যায়৷ এর ফলে গত বছর তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছিল প্রায় ৭৩% শতাংশ৷ ইউবিএস-পিডব্লিউসি-র প্রতিবেদন অনুসারে শীর্ষ দশটি দেশের মধ্যে কেবলমাত্র রাশিয়ার থেকেই এগিয়ে রয়েছে ভারত৷ রাশিয়ানদের তুলনায় কিছুটা বেশি সম্পদ বেড়েছে ভারতীয় ধনকুবেরদের৷ এই তালিকায় থাকা বাকি দেশগুলি হল আমেরিকা, চিন, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, হংকং, ব্রিটেন, কানাডা এবং ব্রাজিল৷  

কোভিড পরিস্থিতিতে এই কোটিপতিদের দানখয়রাতের খতিয়ানও বেশ বড়৷ ভারতের নয় জন  ধনকুবের মোট ৫৪১ মিলিয়ন ডলার দান করেছেন৷ আর্থিক অনুদানের পাশাপাশি উৎপাদিত পণ্য ও সরঞ্জাম সহ বিভিন্ন খাতে এই অনুদান দিয়েছেন তাঁরা৷ আমেরিকা ও চিনের পরেই রয়েছে ভারতের স্থান৷ অন্যদিকে, সারা বিশ্বে করোনা মোকাবিলায় কোটিপতিদের মোট অনুদানের পরিমাণ ৭.২ বিলিয়ন ডলার৷ 

আরও পড়ুন- উৎসবের কেনাকাটিতে ৩০ হাজার টাকার কর ছাড় দেবে কেন্দ্র

জুলাই পর্যন্ত সারা বিশ্বে ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়ে ১০.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে৷ তবে, ধনী ব্যক্তিদের মধ্যেও সম্পদের সুস্পষ্ট মেরুকরণ ছিল৷ যেমন প্রযুক্তি, ফার্মা এবং মিডিয়া ধনকুবেরদের সম্পত্তি এমন এক সময়ে বৃদ্ধি পেয়েছিল যখন অন্যদের সে ভাবে বৃদ্ধি হয়নি৷ সবচেয়ে বেশি আর্থিক লাভ হয়েছিল টেক বিলিয়নেয়ারদের৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =