ডুবন্ত ভোডাফোন আইডিয়ার হাত ধরল কেন্দ্র, সংস্থার বড় অংশের শেয়ার কিনবে সরকার

ডুবন্ত ভোডাফোন আইডিয়ার হাত ধরল কেন্দ্র, সংস্থার বড় অংশের শেয়ার কিনবে সরকার

নয়াদিল্লি:  ঋণগ্রস্ত টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (ভিআই)-র বড় অংশের শেয়ার কিনতে চলছে কেন্দ্র৷ মঙ্গলবার সংস্থার তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্রের কাছে ভোডাফোন আইডিয়ার স্পেকট্রাম বাবদ বকেয়া রয়েছে৷ সেই টাকা বাজার থেকে তুলতে সংস্থাটিকে শেয়ারে পরিণত করার অনুমতি দিয়েছে  বোর্ড। এর পরেই ভোডাফোন আইডিয়ার ৩৫.৮ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে সরকার৷ 

আরও পড়ুন- গত ছ’বছরে এই প্রথম, অবিশ্বাস্য পতন সোনার দামে

সংস্থার বাকি শেয়ারের মধ্যে ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের নিজের হাতে৷ ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আদিত্য বিড়লার আইডিয়া গ্রুপের কাছে। এই দু’টি সংস্থা প্রথমে পৃথক থাকলেও পরে তাঁরে জোট বেঁধে হয়েছে ভোডাফোন আইডিয়া। এর পরেও যে শেয়ার পরে থাকবে, তা থাকবে শেয়ার হোল্ডারদের কাছে৷ 

প্রসঙ্গত, স্পেকট্রাম বাবদ সরকারের প্রাপ্য টাকার মধ্যে এখনও পর্যন্ত ৭ হাজার ৮৫৪ কোটি টাকা মেটাতে পেরেছে ভোডাফেন আইডিয়া৷ বকেয়া রয়েছে ৫০ হাজার কোটি টাকা। বাজার থেকে টাকা তুলে সেই বকেয়া মেটাতেই সংস্থাকে শেয়ারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড৷ হবে। কিন্তু এই খবর আসার পরেই দুম করে ১৯ শতাংশ পড়ে যায় ভোডাফোন আইডিয়ার শেয়ার দর৷ তবে মঙ্গলবার কেন্দ্রের এই ঘোষণার পর ফের বাজার কিছুটা চাঙ্গা হবে বলেই মনে করছে শেয়ার বাজারের কারবারিরা৷ দেশের অপর একটি প্রথম সারির টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল অবশ্য স্পেকট্রাম বাবদ তাদের বকেয়া অর্থকে শেয়ারে পরিণত করবে না বলেই জানিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *