আরও সস্তা গৃহঋণ! সুদের হারে বড় ছাড় ঘোষণা SBI- এর

আরও সস্তা গৃহঋণ! সুদের হারে বড় ছাড় ঘোষণা SBI- এর

3 stocks recomended

নয়াদিল্লি:  আপনি কি বাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত অফার৷ গৃহ ঋণ এখন আরও সস্তা। গৃহঋণে সুদের হার আরও কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ তবে এই অফারটি সীমিত সময়ের জন্য৷ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে এই অফার৷ 

আরও পড়ুন-  LIC-র নতুন চমক ‘বিমা জ্যোতি’! জেনে নিন আকর্ষণীয় সুবিধাগুলি

এই সময়সীমার মধ্যে ঋণ নিলে ৭০ বেসিস পয়েন্ট বা ০.৭ শতাংশ সুদের হার কম দিতে হবে৷ লাগবে না প্রসেসিং ফি৷ ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে৷ এছাড়াও ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নিলে সুদের হার পড়বে মাত্র ৬ শতাংশ৷ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিলে সাধারণত ৬.৭ শতাংশ হাতে সুদ দিতে হয়৷ আর ৭৫ লক্ষ টাকার বেশি ঋণ নিলে সুদের হার হয় ৬.৭৫ শতাংশ৷ ৩১ মার্চের মধ্যে ঋণ নিলে সেই হার কমে দাঁড়াবে ৬.০৫ শতাংশ৷ 

ব্যাঙ্ক লোনের পরিমাণ এবং সিআইবিআইএল স্কোরের উপর ০.৭০ বা ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে৷ ঋণ গ্রহীতা যদি কোনও মহিলা হয়ে থাকেন তাহলে তিনি ৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন৷ এসবিআই অ্যাপের মাধ্যমে হোম লোনের জন্য আবেদন করলে ৫ বেসিস পয়েন্ট অতিরিক্ত ছাড় পাওয়া যাবে৷ 

আরও পড়ুন-  ছন্দে ফিরল অর্থনীতি, তৃতীয় ত্রৈমাসিকে বাড়ল জিডিপি

সুদের হারে এই ছাড় ঘোষণা করে এসবিআই-এর তরফে বলা হয়েছে, ‘‘যে সকল গ্রাহকের ঋণ পরিশোধের রেকর্ড খুব ভালে, তাঁদের সুদের হারে ছাড় দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করে এসবিআই৷’’ এসবিআইয়ের ডিএমডি (খুচরা ব্যবসা) সালোনি নারায়ণ বলেন,  “আমাদের সম্পূর্ণ স্বচ্ছতার কারণে আমাদের গ্রাহকরা আমাদের উপর পূর্ণ আস্থা রেখেছেন। গৃহ ঋণে সুদের হার হ্রাস করায় ইচ্ছুক ব্যক্তিরা সহজেই ঋণ নিতে পারবেন৷’’ এছাড়াও গ্রাহরা ইয়োনো অ্যাপের মাধ্যমে আবেদ করলে আরও ৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =