নয়াদিল্লি: মাস পয়লা থেকেই বদলে গেল চেকবই, পেনসন, ইএমআই, ক্রেডিট কার্ডের অটো ডেবিটের বেশ কিছু নিয়ম৷ নয়া নিয়ম অনুযায়ী গ্রাহকের অনুমতি ছাড়া অটো ডেবিট হিসাবে আর কোনও টাকা কেটে নেওয়া যাবে না৷
আরও পড়ুন- আজ থেকে ব্যাঙ্কিং ও আর্থিক সেক্টরে একাধিক নিয়মে বদল
শুধু ঋণের মাসিক কিস্তিই নয়, অনলাইন স্ট্রিমিং সার্ভিসের সাবস্ক্রিপশেনর ক্ষেত্রেও আজ থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম৷ টাকা কাটার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে গ্রাহকের অনুমতি নিতে হবে। ৫ হাজার টাকার বেশি কাটার ক্ষেত্রে গ্রাহকের কাছে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি’র ভিত্তিতেই ইএমআই-এর টাকা পেমেন্ট সম্ভব হবে।
পেনসনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে৷ অশীতিপর পেনশনভোগীরা আজ অর্থাৎ ১ অক্টোবর থেকে ‘জীবন প্রমাণ কেন্দ্রে’ গিয়ে তাঁদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। জীবন প্রমাণ কেন্দ্রের আইডিগুলি কোনও কারণে বন্ধ হয়ে থাকলে সেগুলি যাতে পুনরায় সক্রিয় করা হয়, ভারতীয় ডাক বিভাগকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷
১ অক্টোবর থেকে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্যেও আসছে নয়া নিয়ম৷ এই নিয়ম আনল সেবি। নয়া নিয়ম লাগু করা হবে মিউচ্যুয়াল ফান্ড হাউজে কর্মরত জুনিয়র কর্মচারীদের উপর৷ নয়া নিয়ম অনুসারে জুনিয়র কর্মীরা তাঁদের গ্রস স্যালারির ১০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগ করবেন। ২০২৩ সালের ১ অক্টোবর বেতনের ২০ শতাংশ বিনিয়োগ করাতে হবে৷ এক্ষেত্রে লক ইন পিরিয়ডও থাকবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সংযুক্ত হওয়া ওরিয়েন্টাল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাঙ্কের পুরনো চেক বই, এমআইসিআর এবং ইন্ডিয়ান ফিন্সিয়াল সিস্টেম বা আইএফএসসি কোডগুলি আপডেট না করা হলে ১ অক্টবর থেকে চেকে লেনদেন করা যাবে না। আজ থেকে সেগুলি অবৈধ৷