আজ থেকে ব্যাঙ্কিং ও আর্থিক সেক্টরে একাধিক নিয়মে বদল

আজ থেকে ব্যাঙ্কিং ও আর্থিক সেক্টরে একাধিক নিয়মে বদল

3 stocks recomended

নয়াদিল্লি: আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে ব্যাঙ্কিং ও আর্থিক সেক্টরের সঙ্গে যুক্ত অনেক নিয়মে বদল আসতে চলেছে৷ তিনটি ব্যাঙ্কের চেক বুকে বদল ছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মও বদলাবে ৷ ১ অক্টোবর ২০২১ থেকে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো-ডেবিট ফেসিলিটির ক্ষেত্রে কয়েকটি নতুন সিকিউরিটি ফিচার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে৷

নতুন নিয়ম অনুযায়ী, অটো ডেবিট ফেসিলিটি ব্যবহার করা ব্যক্তিদের রেকারিং বিল বা ইএমআই পেমেন্টের জন্য ১ অক্টোবর থেকে অটো ডেবিট লেনদেন ম্যানুয়ালি করতে হতে পারে ৷ সেন্ট্রাল ব্যাঙ্ক অথেন্টিকেশনের জন্য ডেবিট, ক্রেডিট কার্ড, ইউপিআই ও অন্যান্য প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ৫০০০ টাকার কম সমস্ত অটো-ডেবিট লেনদেনে নতুন একটি ফ্যাক্টর যুক্ত করা হয়েছে৷ পাশাপাশি ৫০০০ টাকার বেশি অটো ডেবিট লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের একবারেই পাসওয়ার্ডের মাধ্যমে ম্যানুয়ালি সুনিশ্চিত করতে হবে৷ এজন্য সমস্ত স্টেক হোল্ডার্সদের ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ফ্রেমওয়ার্ক পুরোপুরি লাগু করার নির্দেশ হয়৷

টাকা প্রদানের ২৪ ঘণ্টা আগে গ্রাহকদের ব্যাঙ্ক মেসেজ বা ই-মেল পাঠাবে ৷ লেনদেনের আগে নোটিফিকেশনে কার্ড হোল্ডারকে মার্চেন্টের নাম, ডেবিটের সময়, লেনদেনের অঙ্ক, লেনদেনের রেফারেন্স নম্বর, ই-ম্যান্ডেট, ডেবিটের কারণের বিষয়ে জানানো হবে৷ ডেবিট ও ক্রেডিট কার্ডের সঙ্গে সঠিক মোবাইল নম্বর নথিভুক্ত করা রয়েছে, এই বিষয়টি গ্রাহকদের সুনিশ্চিত করতে হবে৷ এই নম্বরে অ্যাপ্রুভল নোটিফিকেশন যাবে৷ নম্বর ভুল দেওয়া হলে, নোটিফিকেশন তো মিলবেই না, বরং অ্যাপ্রুভাল না পেলে অটো ডেবিট হবে না৷ এই নিয়ম সমস্ত রেকারিং পেমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =