পুজোর মুখে সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্র, স্বস্তিতে আমজনতা

পুজোর মুখে সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্র, স্বস্তিতে আমজনতা

নয়াদিল্লি: পুজোর মুখে সুখবর৷ ক্রমাগত মূল্যবৃদ্ধির মাঝে স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্র৷ চলতি বছরের শেষ ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের পরিমাণ বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে৷ তবে সব প্রকল্পে একই হারে সুদ বৃদ্ধি করা হয়নি৷ কিছু প্রকল্পে সুদের হার বেড়ে প্রায় ৭.৬ শতাংশ হয়েছে। কেন্দ্রের এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ৷ 

আরও পড়ুন- আইনি উত্তরাধিকার হলেই তথ্য জানা যাবে না, LIC-র জীবন বিমায় নয়া নিয়ম

আগামীকাল ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নয়া সুদের হার কার্যকরী করা হবে। মূলত সুদের হার বাড়ানো হচ্ছে কিষাণ বিকাশ পত্র এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে৷ এছাড়াও সুদ বেড়েছে তিন বছরের টাইম ডিপোজিট প্রকল্পেও। যে সকল স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ানো হয়েছে, তাদের বেসিস পয়েন্ট ১০ থেকে বেড়ে ৪০ করা হয়েছে বলেও কেন্দের তরফে জানানো হয়েছে। তবে স্বল্প সঞ্চয়ের বেশ কয়েকটি স্কিমে সুদের হার অপরিবর্তিতই রাখা হয়েছে৷ 

২০১৯ সালে শেষবার স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানো হয়েছিল৷ ন’টি ত্রৈমাসিক সেই সুদের হার অপরিবর্তিত থাকার পর ফের সুদের হার বাড়ায় হাসি ফুটেছে আমআদমির মুখে। তবে স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদের হার বৃদ্ধি মানুষের দৈনন্দিন সমস্যার কতটা সুরাহা করবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ,এদিকে যেমন বিশ্ব বাজারে টাকার দামে লাগাতার পতন ঘটছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মূল্যবৃদ্ধি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়াচ্ছে। ফলে আখিরে চাপ পড়বে সেই মধ্যবিত্তের পকেটেই।