Aajbikel

আইনি উত্তরাধিকার হলেই তথ্য জানা যাবে না, LIC-র জীবন বিমায় নয়া নিয়ম

 | 
LIC

কলকাতা:  জীবন বিমার নমিনি কে বা কারা? শুধুমাত্র আইনি উত্তরাধিকারী হলেই এই তা জানতে চাওয়া যায় না৷ ভারতীয় জীবন বিমা নিগমের বিমা প্রকল্পের নমিনি হিসেবে মনোনীত না হলে সাম অ্যাশিওর্ড নমিনি কে রয়েছেন—এ ধরনের কোনও তথ্য জানার অধিকার নেই বিমাকারীর আইনি উত্তরাধিকারীর। সম্প্রতি এক নির্দেশনামায় এ কথা সাফ জানিয়ে দিয়েছে সেন্ট্রাল ইনফর্মেশন কমিশন (সিআইসি)।

আরও পড়ুন- পুজোর মাসে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! বাংলা ঠিক কবে, জেনে নিন


ছত্তিশগড়ে এলআইসির সেন্ট্রাল পাবলিক ইনফর্মেশন অফিসারের কাছে তথ্য জানার অধিকার আইনে বাবার বিমা প্রকল্প এবং তার নমিনি সম্পর্কে বিশদ তথ্য জানতে চেয়ে আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। তিনি জানান, তাঁর বাবার দুটি জীবন বিমা পলিসি রয়েছে৷ এই দুটি পলিসির  নমিনি কে বা কারা এবং তাঁদের কত টাকা দেওয়া হয়েছে তা জানতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। তবে এর কোনও জবাব দেয়নি এলআইসির সেন্ট্রাল পাবলিক ইনফর্মেশন অফিসার (সিপিআইও)। জবাব না পেয়ে ২০২০ সালের ১৮ নভেম্বর ফার্স্ট আপিল জমা দেন ওই ব্যক্তি। দাবি, তাঁর বাবার বিমা সংক্রান্ত তথ্য তাঁকে দেওয়া হোক৷ কিন্তু, সেখানেও সিপিআইও-র নির্দেশই বহাল রাখা হয়। এরপর ওই ব্যক্তি দ্বিতীয় আপিল জমা দেন। শুনানির সময় এলআইসি-র সিপিআইও স্পষ্ট জানান, তাঁর আবেদন মেনে তথ্য সরবরাহ করা হলে বিমাকারীর বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হবে৷ তাছাড়া এটি তথ্যের অধিকার আইনের ধারাতেও এটি গ্রহণযোগ্য নয়। সম্প্রতি এক রায়ে সিআইসি জানায়, আবেদনকারী বিমা প্রকল্পের গ্রাহক নন৷ এমনকি তাঁকে নমিনিও করা হয়নি। বিমা সংক্রান্ত তথ্য হয় বিমাগ্রাহককে কিংবা তাঁর নমিনিকে দেওয়া হবে। ওই রায় অনুসারে, শুধুমাত্র আইনি উত্তরাধিকারী হলেই আবেদনকারী তথ্য জানার অধিকার পাবেন না।

Around The Web

Trending News

You May like