পুজোর মাসে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! বাংলা ঠিক কবে, জেনে নিন

পুজোর মাসে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! বাংলা ঠিক কবে, জেনে নিন

3 stocks recomended

কলকাতা: অক্টোবর মাস। চলতি বছর এই এক মাসেই পড়েছে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপূজো। সকলেই জানে এই এই মাসে খরচের কোনও হিসেব সেই ভাবে থাকবে না। তাই বারবার ব্যাঙ্কে যেতে হতেই পারে। কিন্তু সমস্যা হল, অক্টোবর মাসে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে! হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে বাংলা অতদিন বন্ধ থাকবে না ব্যাঙ্ক। কিছু কিছু দিনে বন্ধ হবে। তাহলে কোন কোন দিন বঙ্গে ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন বিস্তারিতভাবে।

আরও পড়ুন- ‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত

২ অক্টোবর, রবিবার, সাপ্তাহিক ছুটি তাই ব্যাঙ্ক বন্ধ। সেইদিন আবার দুর্গাপুজো সপ্তমী। তেমনই ৩ তারিখ অষ্টমী এবং দশেরা, ৪ তারিখ নবমী ও দশেরা, ৫ তারিখ বিজয়া দশমীতে বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এইদিনগুলিতে বাংলা ছাড়াও আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, লখনউ, রাঁচি, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি সহ আরও বেশ কয়েক জায়গায় বন্ধ রাখা হবে ব্যাঙ্ক। এদিকে ৮ এবং ৯ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় শনিবার এবং রবিবার পড়ায় ব্যাঙ্ক বন্ধ। এইভাবে নিয়মমাফিক ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধই।

অন্যদিকে, ২৪ অক্টোবর কালীপুজো,দীপাবলি, ভূত চতুর্দেশী উপলক্ষ্যে কলকাতা, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি সহ আগরতলা, আমদাবাদ, আইজল, বেঙ্গালুরু, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম ছাড়াও একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো এবং দীপাবলি ও গোবর্ধন পুজোয় গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ অক্টোবর গোবর্ধন পুজো, ভাইভিজ, দীপাবলি(প্রতিপদ) ছাড়াও লক্ষ্মীপুজোয় ব্যাঙ্ক বন্ধ থাকবে বিভিন্ন শহরে। ৩০ তারিখ আবার সাপ্তাহিক রবিবার, ছুটি। অক্টোবরে পাঁচটি শনিবার এবং রবিবার পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =