Aajbikel

পেমেন্ট এবার হাতের হালুতে! নয়া সিস্টেম নিয়ে এল Amazon

 | 
amazon

ওয়াশিংটন:  লাগবে না কোনও পেমেন্ট অ্যাপ কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ড৷ পেমেন্ট করা যাবে হাতের তালু দিয়ে৷ বিশেষ পেমেন্ট ব্যবস্থা নিয়ে এল অ্যামাজন৷ এই বিশেষ পরিষেবার নাম দেওয়া হয়েছে অ্যমাজন ওয়ান৷ দীর্ঘ দিন ধরেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা ছিল৷ অবশেষে আমেরিকার বেশ কিছু শপে চালু হল এই সিস্টেম৷ 

আরও পড়ুন- প্রিমিয়াম কম, LIC-র নতুন পলিসিতে পাওয়া যাবে অনেক সুবিধা


বিষয়টি কী? কী ভাবেই বা এতে পেমেন্ট হয়?


অ্যামাজন ওয়ান হল একটি অত্যাধুনিক প্রযুক্তি৷ যেখানে পেমেন্ট করার জন্য কোনও কার্ডের প্রয়োজন হয় না। শুধুমাত্র হাতের তালু দিয়েই পেমেন্ট হয়ে যায়৷ এখন প্রশ্ন হল কী ভাবে হাতের তালু রিড করবে ওই সিস্টেম? আসলে এই বিশেষ অ্যাপের সুবিধা পেতে হলে গ্রাহকদের হাতের তালুর ছবির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে।  মূলত করোনা পরিস্থিতির পর কনট্যান্টলেস পেমেন্টের উপর ফোকাস করেছে অ্যামাজন৷ সেই লক্ষ্য পূরণেই এই প্রযুক্তি৷ 


ভারতী কবে চালু হবে এই ব্যবস্থা?


এই অ্যাপ এখনই ভারতে চালু করা হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আপাতত এই পরিষেবা মিলবে আমেরিকাতেই৷ অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এই ধরনের কোনও পেমেন্ট অপশন চালু করা হবে কিনা সেবিষয়েই অ্যামাজনের তরফে কিছু জানানো হয়নি।

Around The Web

Trending News

You May like