নয়াদিল্লি: আপনি কি সোনা কিনতে আগ্রহী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর৷ আগামী সোমবার অর্থাৎ ২২ অগাস্ট থেকে সার্বভৌম গোল্ড বন্ড স্কিমে (SGBS) বিনিয়োগ করতে পারবেন আপনি। ২৬ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে৷ এসজিবিএস প্রকল্পে সোনার দাম প্রতি গ্রাম ৫,১৯৭ টাকা ধার্য করা হয়েছে। তবে যদি অনলাইনে পেমেন্ট করে সোনা কেনেন, তাহলে প্রতি গ্রাম সোনার উপর পাবেন ৫০ টাকা ছাড়৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন- বাড়ি ভাড়াতেও জিএসটি? বিভ্রান্ত না হয়ে সত্যিটা জেনে নিন
২০২২-২৩ সালের জন্য এটি এসজিবিএস-এর দ্বিতীয় সিরিজ। সার্বভৌম গোল্ড বন্ডে সরকার বিনিয়োগকারীদের প্রকৃত সোনা দেয় না বরং সোনায় অর্থ বিনিয়োগের সুযোগ দেয়। এই প্রকল্পে একজন ব্যক্তি এক বছরের মধ্যে এক গ্রাম থেকে চার কেজি পর্যন্ত সোনা কিনতে পারেন। এর থেকে ভালো রিটার্নও পাওয়া যায়৷ গত এক বছরে সোনায় বিনিয়োগকারীরা ৭.৩৭ শতাংশ মুনাফা পেয়েছেন৷
কারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন?
২০১৫ সালের নভেম্বর মাসে চালু হয় সার্বভৌম গোল্ড বন্ড স্কিম৷ সরকারের তরফে আরবিআই এই বন্ড নিয়ে আসে৷ এই বন্ডগুলি আবাসিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠানগুলি কিনতে পারবে। সার্বভৌম গোল্ড বন্ড স্কিমে, একজন ব্যক্তি একটি আর্থিক বছরে সর্বাধিক ৪ কেজি সোনার বন্ড কিনতে পারেন। ন্যূনতম বিনিয়োগ এক গ্রাম। একই সময়ে, ট্রাস্ট বা অনুরূপ সংস্থাগুলি ২০ কেজি পর্যন্ত বন্ড কিনতে পারে।
ম্যাচিউরিটির সময়কাল-
সার্বভৌম গোল্ড বন্ড প্রকল্পের ম্যাচুরিটির মেয়াদ আট বছর। বিনিয়োগকারী যদি এই সময়ের আগে টাকা তুলতে চান, তাহলে তিনি বিনিয়োগের পাঁচ বছর পরে তা তুলতে পারবেন। বিনিয়োগকারীরা নগদ, ডিমান্ড ড্রাফ্ট, চেক বা ডিজিটাল মাধ্যমে সোনার বন্ডের অর্থ প্রদান করতে পারেন। উল্লেখ্য, নগদ অর্থপ্রদান শুধুমাত্র ২০ হাজার টাকা পর্যন্ত করা যেতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>