আগেই জরিমানা হয়েছিল, অ্যাকাউন্ট খোলা নিয়ে এবার পেটিএম-কে বড় নির্দেশ

আগেই জরিমানা হয়েছিল, অ্যাকাউন্ট খোলা নিয়ে এবার পেটিএম-কে বড় নির্দেশ

3 stocks recomended

নয়াদিল্লি: জরিমানা করা হয়েছিল তাদের, এবার নয়া অ্যাকাউন্ট খোলা নিয়ে বড় নির্দেশ পেল পেটিএম ডিজিটাল পেমেন্ট সংস্থা। তাদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে তারাই এই সংস্থাকে এক কোটি টাকা জরিমানা করেছিল। তবে যে নির্দেশ পেটিএমকে দেওয়া হয়েছে তাতে ক্ষতির মুখে পড়তে পারে এই সংস্থা।

আরও পড়ুন- মারুতির নজরে CNG, যা গ্রিন ভেহিকলের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে, আর নতুন করে অ্যাকাউন্ট খোলা যাবে না পেটিএম ব্যাঙ্কে। অর্থাৎ নতুন করে আর কোনও গ্রাহককে যোগ করতে পারবে না তারা। কারণ আগে পেটিএমকে একটি অডিট ফার্ম নিয়োগ করে আইটি সিস্টেমের হিসেব-নিকেশ করতে হবে। শুক্রবার একটি সরকারি বিবৃতিতে এমনটাই জানিয়েছে আরবিআই। এর আগে নিয়ম ভঙ্গের অভিযোগে এক কোটি টাকা জরিমানা করা হয়েছিল এই সংস্থাকে। গত বছর অক্টোবরে সেই জরিমানা করেছিল আরবিআই-ই। এবার বড় রকমের নির্দেশ দেওয়া হল।

সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার জন্য একটি আলোচনাপত্র সামনে আনে আরবিআই। আলোচনাপত্রে রয়েছে ডিজিটাল পেমেন্ট চার্জ, সারচার্জের মতো বিষয়। তখন থেকেই মনে করা হচ্ছিল যে, পেটিএমের মতো ডিজিটাল পেমেন্ট সংস্থার লাভ হবে না আর। এখন এই নির্দেশের পর কী অবস্থা দাঁড়ায় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =