নয়াদিল্লি: সম্পত্তির বাড়বাড়ন্ত থামছে না শিল্পপতি গৌতম আদানির। কিছুদিন আগেই এশিয়ার প্রথম নাগরিক হিসাবে ধনীতম ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন। এখন অল্প কিছুদিনের মধ্যেই তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে চলে এলেন তিনি। টপকে গেলেন বিশ্বের দ্বিতীয় অ্যামাজন কর্তা জেফ বেজসকে। এই মুহূর্তে আদানির সামনে শুধু আছেন টেসলা কর্তা এলন মাস্ক।
আরও পড়ুন- সবথেকে বেশি ৫জি স্পেকট্রামের বরাত পেলেন আম্বানি! দাম শুনলে চমকাবেন
ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। তাতে দেখা যাচ্ছে, অতীত থেকে আদানির সম্পত্তির পরিমাণ প্রায় চার শতাংশ বেড়েছে বর্তমানে। সংখ্যার হিসেবে দেখতে গেলে তাঁর সম্পত্তির মোট পরিমাণ সাড়ে বারো লক্ষ কোটি। এই সংখ্যাতেই অ্যামাজন কর্তাকে টপকে গিয়েছেন তিনি। তবে টেসলা কর্তাকে ছুঁতে গেলে আরও পরিশ্রম করতে হবে তাঁকে। তথ্য অনুযায়ী, আদানির মোট সম্পদের পরিমাণ ১৫৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। আর টেসলার কর্ণধার এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে আদানি শুধু জেফ বেজসকে ছাপিয়েছেন তাই নয়, লুই ভিতোঁর কর্ণধার বার্নার্ড আর্নল্টকেও টপকে গিয়েছেন তিনি।
কয়েক মাস আগে ফেব্রুয়ারিতে রিলায়েন্সের মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হন গৌতম আদানি। তারপর গত মাসে ধনীতম ব্যক্তির তালিকায় বিল গেটসকেও ছাপিয়ে যান আদানি গ্রুপের চেয়ারপার্সন। হিসেব বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত আদানির সম্পত্তির পরিমাণ যা বৃদ্ধি পেয়েছে তা বিশ্বের বাকি ধনীতম ব্যক্তিদের ক্ষেত্রে পায়নি।