নয়াদিল্লি: ৫ জি স্পেকট্রামের সবথেকে বেশি বরাত পেলেন মুকেশ আম্বানি। এর জন্য তাঁর খরচ হল প্রায় ৮৮ হাজার কোটি টাকা! এদিন এই খবর দিয়েছেন খোদ কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স জিয়ো সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের। গত ২৬ জুলাই শুরু হয় স্পেকট্রামের নিলাম। আম্বানির মতো দৌড়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি অবশ্য ২১২ কোটি টাকার বরাতে থেমে যান।
আরও পড়ুন- রাস্তায় গাড়িতে তল্লাশি চালানো মহিলা সাব-ইনস্পেক্টরকে পিষে দিল পিকআপ ভ্যান !
কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, মোট ১০ টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে রিল্যায়েন্স বিভিন্ন ব্যান্ডের ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম কিনেছে। ৫ জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিল্যায়েন্স জিয়ো। নিলাম শুরুর প্রথম দিনেই ১.৪৫ লক্ষ কোটি টাকা দর ওঠে বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। দেড় লক্ষ কোটি টাকার স্পেকট্রাম বিক্রি হয়েছে।
রিল্যায়েন্স ছাড়াও আদানির সংস্থা কিনেছে ২৬ গিগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম। অন্যদিকে, ভারতী এয়ারটেল ৪৩ হাজার ৮৪ কোটি টাকার স্পেকট্রাম, ভোডাফোন ১৮ হাজার ৭৮৪ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যত স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল তার ৭১ শতাংশই বিক্রি হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, চলতি বছর শেষ থেকে ভারতে শুরু হয়ে যাবে ৫ জি পরিষেবা।