‘এর সঙ্গে BJP জড়িত নয় তো?’ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একহাত নিলেন জ্যোতিপ্রিয়

‘এর সঙ্গে BJP জড়িত নয় তো?’ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একহাত নিলেন জ্যোতিপ্রিয়

কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তোলপাড় রাজ্য৷ এই ঘটনায় শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে সিবিআই, সর্বত্র চিঠি পাঠিয়েছে বিজেপি৷ অন্যদিকে গতকাল সশরীরের স্বাস্থ্য ভবনে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ভুয়ো ভ্যাকসিনের বিষয়ে স্মারকলিপি জমা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান৷ ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও দাবি তাঁদের৷ বিজেপি’র এই লাগাতার আক্রমণের মুখে পাল্টা একহাত নিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ ভ্যাকসিন কাণ্ডে বিজেপি’র বেকায়াদায় ফেললেন তিনি৷ 

আরও পড়ুন- টিকা জালিয়াতি-কাণ্ডে শুভেন্দুর হানা, আঁটোসাঁটো স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

জ্যোতিপ্রিয়বাবুর প্রশ্ন, ‘দেবাঞ্জন কাণ্ডে বিজেপি যুক্ত নয় তো?’’ তিনি বলেন, ‘‘ভ্যাকসিন নিয়ে যা হয়েছে, তা অন্যায়৷ আইন অপরাধীকে সাজা দেবে৷ পুলিশ-আদালত তাদের শাস্তি দেবে৷ এই দায়িত্ব বিজেপি’র নয়৷’’ সেই সঙ্গে শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘অবান্তর কথা বন্ধ করুক ওরা৷ আগে দেখুন এর সঙ্গে আবার বিজেপি যুক্ত নেই তো? তদন্ত হচ্ছে৷ সবটাই স্পষ্ট হয়ে যাবে৷’’ 

আরও পড়ুন- ভ্যাকসিনের কেন্দ্রে বাধ্যতামূলক রাজ্যের অনুমোদন

তোপ দেগে বনমন্ত্রী আরও বলেন, সকলেই তো বিজেপি ছেড়ে দিতে চায়৷ ২০২৪-এ ওদের বিদায় ঘণ্টা বাজছে৷ ওঁরা ১৫০টা আসনও পাবে না৷’’ তাঁর কথায়, বিজেপি একটা অদ্ভূত দল৷ ওদের কোনও অ্যাজেন্ডাই নেই৷ ওরা উন্নয়নের কথা বলে না৷ ভরা কোটালে জেলাশাসকরা যখন মানুষকে উদ্ধার করতে ব্যস্ত তখন ওদের দেখা নেই৷ অন্যদিকে, দিলীপ ঘোষ তোপ দেগে বলেন, পিঠ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল৷ ওতা সবাইকেই চিনত৷ পুরসভার লোগো লাগিয়েই তো ঘুরত৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 11 =