ভ্যাকসিন কেন্দ্রে বাধ্যতামূলক রাজ্যের অনুমোদন

ভ্যাকসিন কেন্দ্রে বাধ্যতামূলক রাজ্যের অনুমোদন

কলকাতা: ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে৷

এই বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যাকসিন এর জন্য কেন্দ্রগুলিতে অনুমোদিত সিভিসি নম্বর এবং আবশ্যিকভাবে কো উইন অ্যাপ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ভ্যাকসিনগুলিতে নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপেয়ারির উল্লেখ থাকতে হবে। সব পুরসভা, পুরনিগম, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কে বাধ্যতামূলকভাবে সরকারি নিয়ম মানতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে স্বাস্থ্য দফতর থেকে আজ সন্ধ্যায় এই বিষয়ে একটি আদর্শ আচরণ বিধিও জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =