৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কলকাতায় জারি হলুদ সতর্কতা

৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কলকাতায় জারি হলুদ সতর্কতা

কলকাতা:  এখনই মিলবে না রেহাই৷ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতায়৷ পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা হাওয়া অফিসের৷ এদিকে এখনও জলমগ্ন রয়েছে যোধপুর পার্ক, লেক গার্ডেন, আলিপুর, তারাতলা, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, খিদিরপুর, বেহালা সহ একাধিক জায়গা৷ জল জমেছে সায়েন্স সিটির সামনে পার্ক সার্কাস কানেক্টরে৷ পুরসভার তরফে পাম্প বসিয়ে কোথাও কোথাও জল নিষ্কাষনের ব্যবস্থা করা হয়েছে৷  

আরও পড়ুন- বৃষ্টিতে ভাসছে বাংলা, তৃতীয় ইনিংসের প্রথম উত্তরবঙ্গ সফর স্থগিত করলেন মুখ্যমন্ত্রী

রাতভর বৃষ্টির জেরেই চারিদিক জল থইথই অবস্থা শহর কলকাতায়৷ বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে তা জানিয়েছে আবহাওয়া দফতর৷ জানা গিয়েছে, মানিকতলায় ৫৯ মিমি, বীরপাড়ায় ৫৪ মিমি, তপসিয়ায় ৩৮ মিমি, উল্টোডাঙ্গায় ৫৩ মিমি, বেলগাছিয়ায় ৫৭ মিমি, ধাপায় ৪৯মিমি, পামারব্রীজে ৫৩ মিমি, ঠনঠনিয়ায় ৫৪ মিমি, মোমিনপুরে ৩৮মিমি, জিন্জিরা বাজারে ৪৫ মিমি, চেতলায় ৩২ মিমি, বালিগঞ্জে ৪৫ মিমি, কালীঘাটে ৪৫ মিমি,  কামডহড়িতে ৪৯ মিমি,  দত্ত বাগানে ৫৩ মিমি ও বেহালায় ৪৪ মিমি বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবাংলার প্রায় সব জেলাতেই লাগাতার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ 

কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ সেই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শনিবার হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম সহ উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যে সক্রিয় বর্ষা৷ বৃষ্টির পাশাপাশি আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =