কলকাতা: মাঠে নেমেই ছক্কা হাঁকাচ্ছে বর্ষা৷ তার উপর নিম্নচাপের প্রকোপে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে বাংলাকে৷ বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির দাপটে জলমগ্ন একাধিক এলাকা৷ শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আবহাওয়া খারাপ হওয়ার দরুণ তৃতীয় সরকারের প্রথম উত্তরবঙ্গ সফল আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ‘উনি তো ওদেরেই লোক’, রাজ্যপালের সঙ্গে শাহী বৈঠক নিয়ে কটাক্ষ মমতার
২০১৯-এর লোকসভা ভোটে খালি হতেই তৃণমূলকে ফিরিয়েছিল উত্তরবঙ্গ৷ ২০২১-এ সবুজ ঝড় উঠলেও হারানো জমি ফেরাতে পারেনি শাসক দল৷ দলের এই ফলাফলের কারণ কাটাছেঁড়া করাই ছিল উত্তরবঙ্গ সফরের অন্যতম কারণ৷ মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেওয়ার পর ২১ জুন প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু বাধ সাধলো বৃষ্টি৷ আপাতত উত্তরবঙ্গ সফর স্থগিত করতে হল তাঁকে৷ বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে গৌতম দেব জানান, খারাপ আবহাওয়ার জন্য আপাতত উত্তরবঙ্গ আসছেন না মুখ্যমন্ত্রী৷ উত্তরবঙ্গের ৫ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতার৷ বৈঠক হওয়ার কথা ছিল শিলিগুড়িতে৷ এক্ষেত্রে বৈঠকে যোগ দেওয়ার জন্য শিলিগুড়ি আসতে হত পাঁচ জেলার আধিকারিকদেরও৷ তাতে ত্রাণ ব্যবস্থা বিঘ্নিত হত৷ উদ্ধার কাজেও বাধা আসত৷ সব দিক চিন্তা করেই উত্তরবঙ্গ সফর স্থগিত করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার জেরে উত্তরবঙ্গের বহু মানুষই নাকি অসমে আশ্রয় নিয়েছেন৷ উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এর পরেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ছিল তাৎপর্যপূর্ণ৷ পাশাপশি উত্তরবঙ্গে দলীয় বিক্ষোভে রাশ টানাও ছিল তাঁর লক্ষ্য৷
এদিকে, নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে বৃষ্টিপাত৷ যশের প্রকোপে যে জল জমেছিল, তা পুরোপুরি না সরতেই ফের বর্ষার তাণ্ডব৷ জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরেও৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই পুনরায় এই উত্তরবঙ্গ সফরর দিন ঠিক করা হবে বলে জানা গিয়েছে৷ দলীর কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি ভোটের ফল নিয়ে হবে চুলচেরা বিশ্লেষণ৷