দিদিকে নিয়ে আমার মনে শ্রদ্ধা আছে, মহিলাকে অনেক ভালোবাসি: যশ

দিদিকে নিয়ে আমার মনে শ্রদ্ধা আছে, মহিলাকে অনেক ভালোবাসি: যশ

428a8fe0ecf07807e13c52e8c3c99f70

কলকাতা: বিজেপিতে যোগদান করেই কি দলের অস্বস্তি কিছুটা বাড়িয়ে দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত? প্রশ্ন উঠতেই পারে কারণ, বিজেপি নেতা হিসেবে প্রথম সাংবাদিক বৈঠক করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন তিনি! মন্তব্য করলেন, তিনি দিদিকে খুবই সম্মান করেন এবং তাঁকে খুব ভালোবাসেন।

আরও পড়ুন: জল্পনা সত্যি করে বিজেপিতে যশ, যোগ দিলেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস

এদিন সাংবাদিক বৈঠক করে যশ বলেন, “দিদিকে নিয়ে আমার মনে শ্রদ্ধা আছে, ওই মহিলাকে আমি খুব ভালোবাসি। আমি এখনও বলি আমি ওনার ভাই। আজ আমি বিজেপিতে যোগ দিয়েছি বলে ওনার নামে ভুল মন্তব্য করবো এমনটা নয়। আজও আমি ওনাকে পাঠিয়েছি সকালবেলা যে, দিদি আমাকে আশীর্বাদ করবেন।” এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরতকে নিয়ে মন্তব্য করেন যশ। তিনি বলেন, নুসরতের সঙ্গে তাঁর বন্ধুত্ব সম্পূর্ণ অন্য জায়গায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর কোনো প্রভাব না পড়াই উচিত। ইন্ডাস্ট্রিতে তৃণমূল কংগ্রেস বলে কাজ পাওয়া যাবে আর বিজেপি বলে কাজ পাওয়া যাবে না এমনটা নয়। কে কোন দল করবে সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এর পাশাপাশি তিনি একটা ব্যাপার স্পষ্ট করে দেন যে, কাজ করার জন্যই তিনি বিজেপিতে যোগদান করেছেন। ‌তিনি মনে করেন বিজেপি যুব সমাজকে সুযোগ দেয় তাই এই দলে থেকেই তিনি সমাজ এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবেন। তিনি আরো বলেন, সিস্টেমের বদল আনতে গেলে সিস্টেমে আসতে হবে, সেই কারণেই তাঁর বিজেপিতে যোগদান। এই প্রেক্ষিতে বলা যায় ভোটের আগেই কার্যত দুই ভাগ হয়ে গিয়েছে টলিপাড়া।

আরও পড়ুন: জোর টক্কর, ৪৮ ঘণ্টার ব্যবধানে একই মাঠে সভা মোদী-মমতার

বিগত কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে কয়েক দিন আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল যশকে। পরবর্তী ক্ষেত্রে তাঁর বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হয়। সেই মতই আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির শিবিরে নাম লেখালেন এই পরিচিত অভিনেতা। সে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নুসরতের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তাঁর যাই সম্পর্ক থাকুক না কেন, রাজনৈতিকভাবে দুজনে একেবারে ভিন্ন মেরুতে চলে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *