মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের

মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের

কলকাতা: গত সপ্তাহে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার পর রাজ্যের শিল্প এবং চাকরির পরিস্থিতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা ছিল, কলকাতায় এবার হতে চলেছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এর শাখা। এবার জানা গেল, মঙ্গলবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের একটি শাখা অফিস তৈরির বিষয়ে মউ স্বাক্ষর করতে চলেছে রাজ্য। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের কর্মকর্তাদের সঙ্গে এই মউ স্বাক্ষরিত হবে। 

আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ রাজ্যে শাখা খুললে সেখানে ৩০ হাজার চাকরি তৈরি হবে। তিনি এও জানিয়েছিলেন, ৩৫ লক্ষ বর্গ ফুট জমি দেওয়া হচ্ছে তাদের। আর এই কাজে মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। এখন ইঙ্গিত এমনই মিলছে যে, আগামীকাল এর জন্য চুক্তি স্বাক্ষর করে ফেলবে দুই পক্ষ। আসলে নবান্ন সূত্রে খবর, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের কর্তারা ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সরাসরি বাণিজ্যিক কাজকর্ম করার উদ্দেশ্যে কলকাতায় একটি শাখা খোলার কথা ভেবেছিলেন। সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এই ইচ্ছার করা জানান, যাতে সায় আছে তাঁর।