Aajbikel

কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা

 | 
সুকন্যা অনুব্রত

আসানসোল: ইডি-র তলবে সাড়া দিয়ে দিল্লি যাননি তিনি৷ বুধবার আইনজীবীর মারফত মেল করে জানান, তিনি দিল্লি আসতে পারছেন না৷ অথচ নিচুপট্টির বাড়িতেও নেই তিনি৷ তাহলে কোথায় গেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল? সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়৷ 

আরও পড়ুন- হাইকোর্ট স্বস্তি দিল আইনজীবীকে সঞ্জয় বসুকে, অনুমতি ছাড়া কিছুই পারবে না ইডি


হিসাবরক্ষক মণীশ কোঠারির পর বুধবার অনুব্রত-কন্যাকে দিল্লির সদর দফতরে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু এদিন তিনি হাজিরা দেননি। বরং আইনজীবী মারফত ইমেল করে সুকন্যা জানান, তিনি শারীরিক ভাবে অসুস্থ৷ তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷  এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে বেশ কয়েকদিন সময়ও চেয়ে নেন সুকন্যা।


এদিকে, দিল্লির উদ্দেশে সোমবার নিচুপট্টির বাড়ি থেকে রওনা দেন সুকন্যা৷ এও বলা হয়, তিনি মঙ্গলবার বিকেলের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন৷ কিন্তু আচমকাই ইডি-র দফতরে এল তাঁর অসুস্থতার ইমেল৷ তাহলে সুকন্যা কোথায় গেলেন৷ আচমকা তাঁর অই অন্তরালে চলে যাওয়া নিয়ে বাড়ছে কৌতুহল৷ 

রাউস অ্যাভেনিউ কোর্টের নির্দেশে অনুব্রত মণ্ডলকে ১১ দিনের হেফাজতে পেয়েছে ইডি। গরু পাচার মামলার রহস্য জট খুলতে ১২ জনকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের৷ এর মধ্যে অন্যতন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি এবং তাঁর মেয়ে সুকন্য। মণীশ মঙ্গবার ইডি-র দফতরে হাজিরা দিলেও সুকন্য এলেন না আজ৷ গতকাল টানা ন’ঘণ্টা জেরা করার পর মণীশকে গ্রেফতার করে ইডি। তারপরেই সুকন্যার অন্তর্ধান৷  সুকন্যার ইডি দফতরে না যাওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

Around The Web

Trending News

You May like