নয়াদিল্লি: কথায় বলে ঘরের ‘বস’ ঘরনী৷ গিন্নির হাতেই থাকে সংসারের চাবিকাঠি৷ কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু আলাদা৷ শুধু ঘর নয়, বাইরেও স্বামীর উপর ছড়ি ঘোরান তিনি৷ উত্তরপ্রদেশের নয়ডায় আইপিএস অফিসার অঙ্কুর আগরওয়ালের স্ত্রী বৃন্দা শুক্লা অফিসেও যে তাঁর বস।
আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র
অঙ্কুর আগরওয়াল এবং বৃন্দা শুক্লার গল্প যেন কোনও সিনেমার চিত্রনাট্য৷ তাঁরা ছোটবেলার বন্ধু৷ একসঙ্গে পড়াশোনা। আইপিএস হওয়ার স্বপ্ন পূরণের পর ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন অঙ্কুর-বৃন্দা৷
এই দুই আইপিএস অফিসার উত্তরপ্রদেশে নিযুক্ত৷ গৌতম বুদ্ধ নগর (নয়ডা) জেলার পুলিশ কমিশনার (ডিসিপি) করা হয় বৃন্দাকে৷ তিনি আপাতত ডিসিপি (মহিলা সুরক্ষা) পদে বহাল রয়েছেন৷ অন্যদিকে, অঙ্কুর আগরওয়ালকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিসিপি) করা হয়৷
অঙ্কুর এবং বৃন্দা দু’জনেই হরিয়ানার আম্বালার বাসিন্দা৷ তাঁরা একে অপরের প্রতিবেশী ছিলেন। বৃন্দা এবং অঙ্কুর আম্বালা কনভেন্ট জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে দশম পাশ করেন৷ এর পর উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন বৃন্দা৷ অন্যদিকে অঙ্কুর ভারতে থেকেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন৷
এদিকে পড়াশোনা শেষ করে বৃন্দা আমেরিকাতেই কাজ শুরু করেন৷ অন্যদিকে অঙ্কুর ইঞ্জিনিয়ারিং করার পর বেঙ্গালুরুতে চাকরিতে যোগ দেন৷ সেখানে এক বছর কাজ করার পর তিনিও আমেরিকায় পাড়ি দেন৷ এবং ভাগ্য ফের দু’জনকে এক জায়গায় নিয়ে আসে৷
আরও পড়ুন- উদ্ধবকে ‘জোরে থাপ্পড়’ মারতে চেয়েছিলেন, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী
অঙ্কুর এবং বৃন্দা আমেরিকায় কাজ করতে করতেই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এর পর ২০১৪ সালে দ্বিতীয় প্রচেষ্টায় সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পান বৃন্দা৷ আইপিএস অফিসার হওয়ার পর তিনি যোগ দেন নাগাল্যান্ড ক্যাডারে৷ দুই বছর পর ২০১৬ সালে প্রথম প্রচেষ্টাতেই সিভিল সার্ভিসে সফল হন অঙ্কুর৷ আইপিএস অফিসার হয়ে যোগ দেন বিহার ক্যাডারে৷ পড়াশোনা ও কেরিয়ার গড়ার এই লড়াইয়ের মাঝেই দু’জনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়৷ ২০১৯ সালে তাঁদের প্রেম পরিণতি পায়৷ বিয়ে করেন অঙ্কুর ও বৃন্দা৷