দুই পক্ষের ব্যাবহারেই ‘না-খুশ’ হাইকোর্ট, তুলে নেওয়া হল উপাচার্যের নিরাপত্তা

দুই পক্ষের ব্যাবহারেই ‘না-খুশ’ হাইকোর্ট, তুলে নেওয়া হল উপাচার্যের নিরাপত্তা

কলকাতা: বিশ্বভারতী মামলায় দুই পক্ষের ব্যাবহারেই নাখুশ কলকাতা হাইকোর্ট৷ বিশ্বভারতীতে শান্তি বজায় রাখুন, আর্জি হাইকোর্টের৷ এদিকে আগামীকাল থেকেই তুলে নেওয়া হবে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তা৷ হাইকোর্টের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- ফের দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায়, পড়ল বোমা, জখম ২

বিশ্বভারতীর তিন পড়ুয়া ফাল্গুনী পান, সোমনাথ সৌ এবং রূপা চক্রবর্তীকে তিন বছরের জন্য বরখাস্ত করা নিয়ে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী। দফায় দফায় আন্দোলন শুরু হয়৷ মামলা গড়ায় হাইকোর্টে৷ ওই তিন ছাত্রকে ক্লাস করার অনুমতি দেয় আদালত৷ বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, ওই তিন পড়ুয়াকে বরখাস্ত করার ঘটনা ‘লঘু পাপে গুরুদণ্ড’৷ কিন্তু অভিযোগ, খাতায় কলমে নির্দেশ এলেও ওই তিন পড়ুয়া ক্লাসে যোগ দিতে পারেননি৷ তবে বহিষ্কৃত তিন ছাত্রকে বকেয়া পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দিয়েছে বিশ্বভারতী। বিশ্বভারতীর তরফে আদালতে জানানো হয়েছে৷ এদিন আদালত উভয় পক্ষকেই শান্তি বজায় রাখার আর্জি জানায়৷ 

আরও পড়ুন- BREAKING: পুজোর আগেও চলবে না লোকাল, উৎসবেও বাড়ল বিধিনিষিধের মেয়াদ

এদিকে, বিশ্বভারতীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে৷ আদালতের নির্দেশ অমান্য করেই সেন্ট্রাল অফিসের গেটে তালা ঝোলানো হয়েছে৷ যার জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ৷ পড়ুয়াদের আন্দোলন প্রত্যাহারের পাশাপাশি সেন্ট্রাল অফিসের গেট খুলে দিতে বলা হয়েছিল৷ কিন্তু মঙ্গলবার সকালে থেকে গেট বন্ধ করে দেওয়া হয়৷ যার জেরে ১০ মিনিটের রাস্তা ঘুরে যেতে ১ ঘণ্টা লেগে যাচ্ছে বলে অভিযোগ৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =