‘আপনারা তৈরি থাকুন’, তবে কি পুজোর আগেই ভোট? কমিশনের বার্তায় জল্পনা তুঙ্গে

‘আপনারা তৈরি থাকুন’, তবে কি পুজোর আগেই ভোট? কমিশনের বার্তায় জল্পনা তুঙ্গে

কলকাতা:  পুজোর আগেই কি রাজ্যে ৭ বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোট? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ সূত্রের খবর, যে কোনও সময় ঘোষণা হতে পারে ৭ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট৷ এই মর্মে রাজ্যকে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন৷ বুধবার মুখ্যসচিবের সঙ্গে ভর্চুয়াল বৈঠকও করেন কমিশনের আধিকারকরা৷ করোনা পরিস্থিতি নিয়েও খোঁজ নেন তাঁরা৷ 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: ধৃতদের জবানবন্দি নিতে প্রেসিডেন্সি জেলে CBI

গতকাল উপনির্বাচন নিয়ে দুটি ভার্চুয়াল বৈঠক করে কমিশন৷ সূত্রের খবর প্রথম বৈঠকে সিইও দফতর থেকে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে খবর নেওয়া হয়৷ কবে ভোট করানো যায়, সেই প্রশ্নও করা হয়৷ রাজ্যে ছুটির বিষয়েও জানতে চাওয়া হয়৷ সিইও দফতর থেকে জানানো হয়, রাজ্যে ১০ থেকে ২৪ পর্যন্ত পুজোর ছুটি৷ সেই সময় ভোট করানো সম্ভব নয়৷ তার আগে সেপ্টেম্বরেই ভোট করানো যেতে পারে৷ 

এর পর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে দ্বিতীয় বৈঠকটি করে কমিশন৷ তাঁর কাছ থেকেও করোনা পরিস্থিতির খোঁজ খবর নেন উমেশ সিনহা৷ মুখ্যসচিব জানান, রাজ্যের কোভিড পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে৷ চলছে টিকাকরণ প্রক্রিয়া৷ পুজোর আগে ভোট করাতে প্রস্তুত রাজ্য৷ 

নবান্ন সূত্রে খবর, গতকাল পানাগড় থেকে ফিরেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিশন কী জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জেনে নেন মুখ্যসচিবের কাছ থেকে৷ যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, সেগুলি হল- ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা৷ প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রেও ভোট বাকি রয়েছে৷ এদিকে, ৫ নভেম্বরের মধ্যে যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাই দ্রুত ভোট করাতে মরিয়া রাজ্য৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 7 =