ভোট পরবর্তী হিংসা: ধৃতদের জবানবন্দি নিতে প্রেসিডেন্সি জেলে CBI

ভোট পরবর্তী হিংসা: ধৃতদের জবানবন্দি নিতে প্রেসিডেন্সি জেলে CBI

কলকাতা:  ভোট পরবর্তী হিংসার তদন্তে প্রেসিডেন্সি জেলে সিবিআই। অভিজিৎ সরকার হত্যা মামলায় ধৃত পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই অফিসাররা। কথা বলেন জেল সুপারের সঙ্গে৷ হাইকোর্টের অর্ডারের কপিও দেখানো হয় তাঁকে৷ 

আরও পড়ুন- ‘বিষপানে বাধ্য হয়েছি’, শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে রাজ্যপালের দুয়ারে শিক্ষিকারা

নারকেল ডাঙ্গার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, এই ঘটনার পর নারকেলডাঙ্গা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছিল৷ ধৃত পাঁচজনই এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে৷ এর পরেই শিয়ালদা কোর্টে একটি পিটিশন ফাইল করে সিবিআই৷ নারকেল ডাঙ্গা পুলিশ যে পাঁচজনকে গ্রেফতার করেছিল, তাঁদের জিজ্ঞাসাবাদের অনুমতি চান তাঁরা৷ অভিজিৎ সরকারের পরিবার ও তাঁর দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলে সিবিআই অফিসাররা জানতে পারেন, ঘটনার দিন রাতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল অভিজিৎ সরকারকে৷ তারপর তাঁকে পিটিয়ে খুন করা হয়৷ সেই সময় ১০০ জনেরও বেশি মানুষের ভিড় ছিল৷ সেখানে আর কারা ছিল৷ ঠিক কী হয়েছিল, কেন খুন করা হল, এর পিছনে কারও কোনও প্রোরোচনা ছিল কিনা, সেই সমস্ত তথ্য জানার জন্যেই ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই৷ 

আরও পড়ুন- দুই জেলায় ১০০ পার দৈনিক আক্রান্ত! রাজ্যে কোভিড চিন্তা বাড়ল

প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআই গোয়েন্দাদের হাতে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন বিশ্বজিৎ সরকার৷ ওই ফুটেজেও বেশ কিছু লোককে দেখা যায়৷ তারা কারা এবং কী হয়েছিল সেই রাতে সেটাই খুঁজে বার করতে চাইছে সিবিআই৷ এর আগে অভিজিৎ সরকারের বাড়িতেও গিয়েছে সিবিআই৷ সেখানে ঘটনার পুর্নির্মানও করা হয়৷ অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে৷ এর পর আজ শিয়ালদহ কোর্টের অর্ডারের কপি নিয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই গোয়েন্দারা৷ এর মধ্যে একজন মহিলা অফিসারও আছেন৷ সিবিআই সূত্রে খবর, তাঁরা একটি প্রশ্নের তালিকাও এনেছেন৷ মৃত্যুর আগে অভিজিৎ সরকারের করা ফেসবুক লাইভকে ডাইং স্টেটমেন্ট হিসাবেই মান্যতা দিচ্ছে সিবিআই৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =