টিকিট না পেয়ে বিজেপি’তে সোনালী? আজ রাতেই হবে ফয়সলা

টিকিট না পেয়ে বিজেপি’তে সোনালী? আজ রাতেই হবে ফয়সলা

কলকাতা:  সাতগাছিয়া কেন্দ্র থেকে চারবারের জয়ী প্রার্থী তিনি৷ কিন্তু একুশের ভোটে  টিকিট পেলেন না সোনালী গুহ৷ তাঁর বদলে এই কেন্দ্রে প্রার্থী করা হল মোহনচন্দ্র নস্করকে৷ টিকিট না পেয়ে তবে কি বিজেপি’তে যোগ দিচ্ছেন সোনালী? এমনটাই গুঞ্জন৷ বিজেপি’তে যোগ দিতে চেয়ে তিনি ফোন করেছিলেন মুকুল রায়কে৷ দল এই বিষয়ে চিন্তা-ভাবনা করছে৷ এমনটাই জানিয়েছেন মুকুল রায়৷ 

আরও পড়ুন-  বিজেপি’তে যোগ দিয়েই তৃণমূলকে পরিবারতন্ত্রের খোঁচা দীনেশের

শনিবার সন্ধে সাতটায় মুকুল রায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন সোনালী৷ প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পরই মুকুল রায়কে ফোন করে বিজেপি’তে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তৃণমূলের বিদায়ী বিধায়ক৷ তবে সোনালী জানিয়েছেন, তিনি প্রার্থী হতে চান না তিনি৷ বিজেপি’তে জায়গা পেলেই হবে৷ এদিকে সোনালীকে দলে যোগদান করানোর বিষয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন মিকুল রায়৷ 

গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই মুকুল রায়কে ফোন করে বা তাঁর বাড়িতে দেখা করা বিজেপি’তে যোগ দানের ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই৷ গতকাল তৃণমূলের দুই বিধায়ক দল বদলের ইচ্ছা জানিয়ে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন বলে জানান গিয়েছে৷ তৃণমূলের কয়েক জন নেতাও তাঁর সঙ্গে দেখা করেছেন বলে দাবি৷ মুকুল রায় জানান, ‘‘ আশা করার পর যাঁরা টিকিট পাননি তাঁরা ফোন করে বিজেপি’তে আসতে চাইছেন৷ এই তালিকায় রয়েছেন সোনালীও৷’’ মুকুল রায় আর বলেন, ‘‘শুধু সোনালী গুহ নন, আরও অনেকেই ফোন করছেন৷ তাঁরা আমাদের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ প্রার্থী তালিকায় নাম থাকা বহু নেতাও যোগাযোগ করেছেন৷’’ 

এদিকে বিজেপি’তে যোগদান প্রসঙ্গে সোনালী গুহ বলেন, মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে৷ মুকুল রায় সন্ধে সাতটায় অমাকে সময় দিয়েছেন৷’’ সোনালী জানিয়েছেন, তিনি তৃণমূল ছেড়ে তিনি বিজেপি’তে যোগ দিতে চান৷ তবে কোনও কেন্দ্রের প্রার্থী না করলেও তিনি বিজেপি’তে যোগদান করবেন৷ সম্মানজনক পদ পেলেই বিজেপি’তে যোগ দিয়ে প্রচারে অংশগ্রহণ করবেন৷ 

আরও পড়ুন- তৃণমূলের প্রার্থিতালিকায় থেকে বাদ ৫ মন্ত্রী-সহ ২৮ বিধায়ক!

গতকাল টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সোনালী গুহ৷ সেই সময় বলেছিলেন, এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না৷ তবে এর পরেই তিনি মিকুল রায়কে ফোন করেন৷ এদিকে, গতকাল প্রার্থী ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা বেশ কয়েকজনকে এবার টিকিট দেওয়া সম্ভব হয়নি৷ আগামী দিনে বিধান পরিষদ তৈরি করে, তাঁদের সেখানে নিয়ে আসা হবে৷ এর মধ্যে রয়েছে সোনালী গুহ৷ ওঁর সুগার হাই৷ 
কিন্তু টিকিট না পেয়েই কানানয় ভেঙে পড়েছিলেন সোনালী৷ বলেছিলেন, ‘‘আমার প্রতিটি নিঃশ্বাসে মমতাদি৷ উনি এটা করতে পারেন বিশ্বাস হয় না৷ দীর্ঘদিন একসঙ্গে থাকার দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দল৷ উনি তো মহিলাদের সম্মান করেন৷ ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস৷ তার আগে সম্মান পেলাম৷’’
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *