পিকে’র পাল্টা অমিত, ২১-এর ধুন্ধুমার ডিজিটাল যুদ্ধে কে ছোটাবেন বিজয় রথ?

পিকে’র পাল্টা অমিত, ২১-এর ধুন্ধুমার ডিজিটাল যুদ্ধে কে ছোটাবেন বিজয় রথ?

কলকাতা: ২০১৪ সালে নরেন্দ্র মোদীকে দিল্লির কুর্সিতে পৌঁছে দেওয়ার পিছনে অন্যতম কারিগর ছিলেন প্রশান্ত কিশোর৷ সেই প্রশান্ত কিশোর বা পিকে এখন তৃণমূলের যোদ্ধা৷ ২১-এর নির্বাচনে বাজি মাত করতে বছর খানেক আগেই তাঁকে নিয়োগ করেছে শাসক দল৷ অন্যদিকে, বঙ্গ জয়ে বিজেপি’র হয়ে ময়দানে নামছেন অমিত মালব্য৷ তিনি বিজেপি’র আইটি সেলের প্রধান৷ পশ্চিমবাংলার সহকারি পর্যবেক্ষক হিসাবেও সম্প্রতি নিয়োগ করা হয়েছে তাঁকে৷ তিনিই বিজেপি’র তুরুপের তাস৷ ফলে ২১-এর ভোট যুদ্ধ যে জমজমাট হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই৷ 

আরও পড়ুন- তৃণমূল আর দিদির নয়! নেত্রীর বিরুদ্ধে ‘অনাস্থা’ বিধায়কের

প্রশান্ত কিশোর ভোট কৌশলী হিসাবে বেশ প্রসিদ্ধ৷ নরেন্দ্র মোদীর দিল্লি জয়ের অন্যতম সেনানী তিনি৷ কিন্তু বঙ্গে তাঁকে কড়া টক্কর দিতে নামছেন অমিত মালব্য৷ একদিকে প্রশান্ত যেমন তৃণমূলের হয়ে ভোট কৌশল ঠিক করবেন৷ অন্যদিকে ডিজিটাল দুনিয়ায় বিজেপি’র রথ ছোটাবেন মালব্য৷ করোনা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির ডিজিটাল যুদ্ধও হবে ধুন্ধুমার৷ দায়িত্ব সামলাতে ইতিমধ্যেই বঙ্গে পৌঁছে গিয়েছেন অমিত মালব্য৷ অন্যদিকে তৃণমূলের হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পিকেও৷ 

ইতিহাস বলছে প্রশান্ত কিশোর একজন পরীক্ষিত ভোট কৌশলী৷ এর আগে একাধিক ভোটযুদ্ধে জয়ের কান্ডারি ছিলেন তিনি৷ তবে ব্যর্থতা যে একেবারেই আসেনি তা নয়৷ তবে তাঁর জয়পর্ব নিশ্চিতভাবেই উল্লেখযোগ্য৷ পরবর্তী বিধানসভা ভোটের জন্য শুরু হয়ে গিয়েছে তাঁর প্রস্তুতি৷ একাধিক সমীক্ষা চালিয়ে চলছে আগামীর নীলনকশা তৈরির কাজ৷ পিছিয়ে নেই অমিত মালব্যও৷ ডিজিটাল যুদ্ধে প্রশান্তকে মাত দিতে কোমর বেঁধেছেন তিনি৷ বিহারে ভোট যুদ্ধে গেরুয়া ঝড় তোলার পর বিজেপি’র টার্গেট ‘মিশন বাংলা’৷ রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সকল কর্মীকে নিয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে যুদ্ধের ছক কষেছে বিজেপি৷ বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে দায়িত্ব সঁপা হয়েছে পঞ্চ পাণ্ডবকে৷ আর ডিজিটাল দুনিয়ায় পিকে-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিজেপি’র অস্ত্র মালব্য৷

আরও পড়ুন- গরু পাচার কাণ্ডে গ্রেফতার BSF-কর্তা সতীশ কুমার, CBI নজরে পুলিশের ভূমিকা!

করেনা আবহে ভাট প্রচার হবে ভার্চুয়ালি৷ সোশ্যাল মিডিয়ায় যে দল যত শক্তি প্রদর্শন করতে পারবে, পাল্লা ভারী হবে তারই৷ প্রশান্ত কিশোর ইতিমধ্যই জাল বুনতে শুরু করে দিয়েছেন৷ সদ্য বাংলায় পা দেওয়া মালব্য কী ভাবে তাঁর জাল কেটে নিজের প্রাচীর গড়ে তোলেন এখন সেটাই দেখার বিষয়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *