কেন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল? সটান জবাব দিলেন মমতা

কেন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল? সটান জবাব দিলেন মমতা

কলকাতা: বিজেপি অনেক আগে থেকেই অভিযোগ তুলে এসেছে যে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে তিনি রাজ্যের মানুষের কাছে নিজের সরকারের ভালো দিক তুলে ধরার চেষ্টা করেন, নাম কিনতে চান। এতদিন ধরে এই অভিযোগ কারজ বিদ্ধ হয়েছে রাজ্যের সরকার। কিন্তু আজ নবান্ন থেকে এই অভিযোগের পাল্টা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল হয়, তার জবাব দিলেন তিনি।

আরও পড়ুন- বামনেত্রীদের কদর্য ভাষায় আক্রমণ, পুলিশের দ্বারস্থ ঐশী ঘোষ

এদিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই এই প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হল মানুষের কাছে ভাষা পৌঁছনোর একটা ইউনিক পদ্ধতি। সারা ভারতে যে সব প্রকল্প চলে সেগুলোকে একটা স্থানীয় ভাষায় রুপান্তর করা হয় যাতে রাজ্যের মানুষের কাছে সহজে পৌঁছে যায়। এক একটা রাজ্যে এক একটা ভাষা। তাই বাংলার মানুষের যাতে বুঝতে কোনও সমস্যা না হয় তাই জন্যই এই নাম বদল। এই ইস্যুতে যুক্তি দেওয়ার পর ফের নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথা থেকে পাচ্ছে সরকার যেটা জানতে হয়। রাজ্য থেক ৭৫ পার্সেন্ট ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে আর সব কিছু রাজ্যের ঘাড়ে চাপাচ্ছে।

আসলে এদিন ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২১ মে থেকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ ফের শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত। আর এই সময়ে যা আবেদন জমা পড়বে সেই মতো কাজ করা হবে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত। ‘পাড়ায় সমাধান’ প্রকল্প নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ৫ মে থেকে ২০২ মে পর্যন্ত চলবে এই প্রকল্পের ক্যাম্প। একই সঙ্গে তিনি এও নির্দেশ দেন যে, এই সময় যেন কোনও সরকারি আধিকারিক ছুটি না পায়, আপৎকালীন বিষয় ছাড়া। আর সরকারি ছুটি এবং রবিবার বাদে সব দিন কাজ হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =