‘যেখানেই যাচ্ছেন সেখানেই জয় শ্রীরাম ধ্বনি, মমতাদি এত রাগ হচ্ছে কেন?’ কটাক্ষ নাড্ডার

‘যেখানেই যাচ্ছেন সেখানেই জয় শ্রীরাম ধ্বনি, মমতাদি এত রাগ হচ্ছে কেন?’ কটাক্ষ নাড্ডার

সাহাপুর:  একুশের নির্বাচনকে পাখির চোখ করে ফের বঙ্গ সফরে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা৷ তাঁর উপস্থিতিতেই আজ থেকে ছুটবে বিজেপি’র রথ৷ এর আগে মালদহের সাহাপুর থেকে তৃণমূলকে নিশানা করলেন নাড্ডা৷ কৃষক সুরক্ষা অভিযানে যোগ দিয়ে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ 

আরও পড়ুন- অপমানিত হয়েছেন দেবশ্রী, শোভন-বৈশাখীর বিরুদ্ধে করছেন মানহানি মামলা

গত ১০ জানুয়ারি কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করেছিলেন জেপি নাড্ডা৷ ৪০ হাজার গ্রাম সভায় এই অভিযান করা হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি৷ ইতিমধ্যেই ৩৫ লক্ষ কৃষক এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছেন৷ ৩৩ হাজার গ্রামে তাঁরা পৌঁছতে পেরেছেন বলে জানালেন তিনি৷  

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ তিনি বলেন, পশ্চিমবাংলায় কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষি কাজে সহায়তা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তিনটি কিস্তিতে ২ হাজার করে বছরে মোট ৬ হাজার টাকা কৃষকদের জন্য বরাদ্দ করেছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জিদ ও অহংকারের বশে  প্রধানমন্ত্রীর এই প্রকল্প বাংলায় লাগু হতে দেননি৷ বাংলার ৭০ লক্ষ কৃষককে বঞ্চিত করা হয়েছে৷ এখনও পর্যন্ত ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা৷ 

আরও পড়ুন- ১১ দিনের ব্যবধানে ফের বাংলায় আসবেন মোদী, এবার কলকাতায়

নাড্ডা বলেন, বংলার ২৫ লক্ষ কৃষক কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রকল্প চালু করার আর্জি জানানোর পরই নড়েচড়ে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন তিনি৷ কিন্তু এখন ভোট এসে গিয়েছে৷ যা হওয়ার হয়ে গিয়েছে৷ এখন আফশোস করে লাভ নেই৷ 

তোপ দেগে নাড্ডা বলেন, আপনি যেখানেই যাচ্ছেন, সেখানেই জয় শ্রীরাম ধ্বনি ওঠছে৷ ‘মমতাদি এত রাগ হচ্ছে কেন? কৃষকের সেবা করলে এই দিন দেখতে হত না৷’ কৃষক শ্রমিকদের যে আর্থিক সহায়তার প্রয়োজন ছিল তাঁরা তা পাননি৷ বাংলার স্থান আজ ২৯ এর মধ্যে ২৪৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =