১১ দিনের ব্যবধানে ফের বাংলায় আসবেন মোদী, এবার কলকাতায়

১১ দিনের ব্যবধানে ফের বাংলায় আসবেন মোদী, এবার কলকাতায়

d9675cafcfcb92ffb25c5cf874787d94

কলকাতা: আগামীকাল হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ঠিক ১১ দিনের মাথায় ফের বঙ্গ সফরে আসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, ১৮ ফেব্রুয়ারি আবার বাংলা সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার তিনি আসবেন শহর কলকাতায়। যে অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আসবেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও শোনা যাচ্ছে! অতএব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানের পর ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে এক মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

সূত্রের খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ’ সংস্থার নবনির্মিত দপ্তর উদ্বোধন করতে আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত, একই সঙ্গে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো জানা গিয়েছে, ঐ দিন নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রধানমন্ত্রীর এই দুটি সফরের একটিও রাজনৈতিক সফর নয়। দুটিই সরকারি। তবে নরেন্দ্র মোদীর সরকারি সফরের মধ্যেও রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কারণ অবশ্যই আসন্ন বিধানসভা নির্বাচন। 

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরকারি অনুষ্ঠানে এসে রাজনৈতিক কোনো মন্তব্য করতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রকল্পের উদ্বোধন এবং ভাষণের মাধ্যমে বাংলার মানুষের আস্থা নেওয়ার প্রচেষ্টা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক প্রকল্পের উদ্বোধন করে বাংলার মানুষের আরো কাছে যাওয়ার প্রচেষ্টা করছেন প্রধানমন্ত্রী তাই, এত কম সময়ের মধ্যে ঘনঘন বাংলা সফর করবেন তিনি। তাই এভাবে কোনরকম রাজনৈতিক অনুষ্ঠানে না এসেও পরোক্ষে ভারতীয় জনতা পার্টির হয়ে এক প্রকার প্রচার সেরে ফেলা যাবে এভাবে, এমনটাই মনে করছেন তারা। ৭ ফেব্রুয়ারি টাউনশিপ বন্দরের হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে হলদিয়া স্থিত IOC, BPCL সহ একাধিক তেল সংস্থা। প্রধানমন্ত্রী হলদিয়ায় যে সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার মধ্যে IOC-র পরিবেশবান্ধব জ্বালানি পেট্রোল তৈরির প্রকল্প BS-6, ভারত পেট্রোলিয়ামের ইমপোর্ট LPG টার্মিনাল রয়েছে। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *