Aajbikel

‘আমি দলকে যতটা নিজের মনে করেছি....’, বিজেপি ছাড়ার কারণ ফাঁস করলেন কাঞ্চনা

 | 
কাঞ্চনা

কলকাতা: পঞ্চায়েত ভোটের ঠিক আগে বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র৷ ২০১৯ সালে একগুচ্ছ টলিউড তারকার সঙ্গে দিল্লি গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন অভিনেত্রী৷ সেই দলে ছিলেন রূপাঞ্জনা মিত্র, পার্নো মিত্র, রিমঝিম গুপ্ত, রূপা ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীরা৷ এতদিনে অনেকেই বিজেপি ছেড়েছেন৷ কেউ ঘোষণা করেছেন, কেউ সরে গিয়েছেন নীরবে৷ 

আরও পড়ুন- ওঁর যে এত সম্পত্তি, সবটা জানতাম না, দাবি শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কার

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিজেপি ছাড়েন কাঞ্চনা। সে  কথা সমাজমাধ্যমেও জানিয়েছিলেন ছোট পর্দার পরিচিত অভিনেত্রী। তিনি লিখেছিলেন, “কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।” তবে প্রশ্ন ওঠে, শুধুই কি পরিবারকে সময় দেওয়ার জন্য দলত্যাগ? নাকি এই সিদ্ধান্তের পিছনে অন্য কোনও কারণ রয়েছে৷ সম্প্রতি সেই কারণই ব্যাখ্যা করলেন কাঞ্চনা৷ 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপি ছাড়ার কারণ স্পষ্ট করলেন অভিনেত্রী। কাঞ্চমা বলেন, “অনেকেই বলেন আমি দলে থাকাকালীন অনেক কাজ করেছি। কিন্তু যাঁরা বোঝার তাঁরাই বুঝলেন না। দলের বড় নেতারা বুঝতে পারলেন না যে আমি কাজ করি। সামনে দাঁড়িয়েছি। মিছিল করেছি। আমার নামে কিছু রাজনৈতিক মামলাও চলছে। তার জন্য আমাকে আদালতে হাজিরাও দিতে হয়। সবাই দেখেছে আমি কাজ করেছি। কিন্তু যাঁদের দেখার কথা তাঁরাই দেখেননি।”


 

তাঁর আরও সংযোগন, “আমার একটা কথা বার বার মনে হয়েছে, আমি দলকে যতটা নিজের মনে করেছি, দল আমায় ততটা নিজের মনে করেনি৷ পৃথিবীতে কোনও কিছু কি একতরফা হতে পারে ?”

Around The Web

Trending News

You May like