বলাগড়: শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর উঠে আসে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম৷ পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হন তিনিও৷ এর পরেই শান্তনুকে বহিষ্কার করে দল৷ তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এদিকে, শনিবার সকাল থেকেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি শুরু করে ইডি৷ বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে এত সম্পত্তি রয়েছে, তা নাকি পুরোটা জানতেন না তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করেন তিনি। যদিও আদালতে ইডি-র দাবি, একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি একটি রেস্তরাঁর মালিকানাও রয়েছে তাঁর নামে৷
আরও পড়ুন- আন্দোলন আরও ছড়িয়ে পড়বে, ডিএ ইস্যুতে অনশন মঞ্চে যোগ দিলেন নওশাদ
এদিকে, প্রিয়ঙ্কা জানান, তিনি কোথাও নিরুদ্দেশ হয়ে যাননি, বাড়িতেই আছেন। তাঁর দাবি, ‘‘ইডি আমাকে একবারও ডাকেনি৷ ডাকলে নিশ্চয়ই যাব৷ তদন্তে সহযোগিতা করব।’’ এর নেপথ্যে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? জবাবে প্রিয়াঙ্কা সাফ বলেন, ‘‘ইডি তাদের কাজ করছে। এতে আমাদের কিছু বলার নেই।’’ তবে এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না, তা তিনি বুঝতে পারছেন না বলেই জানান। সেই সঙ্গে সকলকে চমকে দিয়ে বলেন, ইডি বলছে, তাঁর স্বামীর বিপুল সম্পত্তি রয়েছে৷ কিন্তু এর সবটা তাঁর জানা ছিল না৷ প্রিয়াঙ্কার কথায়, ‘‘কিছুটা নিশ্চই জানতাম। তবে সবটা জানি না।’’ তবে শান্তনুর যে রাজনৈতিক যোগ ছিল, তা তিনি বিয়ের পর থেকেই দেখছেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>