নবমী পর্যন্ত প্রায় সারারাত মেট্রো, স্বস্তিতে দর্শনার্থীরা

নবমী পর্যন্ত প্রায় সারারাত মেট্রো, স্বস্তিতে দর্শনার্থীরা

9e629b6191b0dc3c4e0c203f29229db0

কলকাতা: সাধারণ সময়েও মেট্রোর বিকল্প খুঁজে বের করা মুশকিল। আর পুজোর সময়ে এই যান কতটা কাজে লাগে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। উৎসবের দিনগুলিতে যদি মেট্রো না চলে তাহলে তো অর্ধেকের পুজো দেখাই মনে হয় বন্ধ হয়ে যেতে পারে। তবে সে নিয়ে আশঙ্কা করার কিছু নেই। কারণ প্রতিবারের মতো এইবারেও নবমী পর্যন্ত প্রায় সারারাত মেট্রো চলবে। আজ থেকে শুরু অতিরিক্ত পরিষেবা।

আরও পড়ুন- সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আকাশে মেঘের গর্জন, পুজোয় কতটা বৃষ্টি, জানাল IMD

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মোট ২৪৮টি মোট্রো চলবে। এই তিনদিন কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো শুরু হবে দুপুর ১টায়। আর কবি সুভাষ, দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টে, দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ভোর ৩.৪৮। এদিকে দশমীতে মোট ১৩২টি মেট্রো চলবে। দুপুর ১টা থেকে পরিষেবা শুরু হবে। শেষ ট্রেন রাত ১০ টায়।

নতুন পরিষেবা শুরু করা শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো সপ্তমী থেকে নবমী চলাচল করবে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে বেলা ১১টা ৫৫ মিনিটে। এদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে ১২টার সময়। এদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৩৫ মিনিটে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে ১১টা ৪০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *