দীনেশের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী কে? তিন নেতার নাম নিয়ে জোড় জল্পনা

দীনেশের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী কে? তিন নেতার নাম নিয়ে জোড় জল্পনা

fa5de4322ae7618787b1b79cbff97f79

কলকাতা:  দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী কে? প্রার্থীর নাম নিয়ে শুরু হয়েছে জোড় জল্পনা৷ প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনজন৷ যে তিনটি নাম উঠে এসেছে তাঁরা হলেন কুণাল ঘোষ, যশবন্ত সিনহা এবং পূর্ণেন্দু বসু৷ এই তিনজনের মধ্যে থেকে শেষ পর্যন্ত কার মুখ উঠে আসবে তা এখনও স্পষ্ট নয়৷ 

আরও পড়ুন- নির্বাচনী আধিকারিকদের চিঠি, ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী৷ রাজ্যসভায় তাঁর ছেড়ে যাওয়া আসনে নির্বাচনের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন৷ ৯ অগাস্ট এই আসনে ভোট হবে। এর পর থেকেই দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়ার আসনে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ দীনেশ ত্রিবেদীর জায়গায় কে রাজ্যসভায় যাচ্ছেন? তৃমমূল সূত্রে যাঁর নাম সবার আগে উঠে এসেছে, তিনি হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা৷ ভোটের ঠিক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এই বর্ষীয়ান নেতা৷ তিনি মোদী-শাহের কট্টর বিরোধী বলেই পরিচিত৷ দীর্ঘদিন ধরেই মোদী বিরোধিতা করে আসছেন যশবন্ত সিনহা৷ অন্যদিকে, বঙ্গ ভোটে বিপুল জয়ের পর তৃণমূলের মূল ফোকাস এখন ২০২৪-এর লোকসভা৷ জাতীয় রাজনীতির দিকে তাকিয়ে তৃণমূল রাজ্যসভায় এমন একজনকে পাঠাতে চাইছে যিনি বিজেপি’কে কড়া টক্কর দিতে পারবেন৷ সে দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সিনহা৷ এমনটাই তৃণমূলের অন্দরের খবর৷ 

আরও পড়ুন- ১০০ দিনের মধ্যে আসছে তৃতীয় ঢেউ, হাত জোর করে বিধি মানার পরামর্শ ববির!

পাশাপাশি কুণাল ঘোষ ও পূর্ণেন্দু বসুর নামও আলোচনায় উঠে এসেছে৷ ২০২১-এর বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কুণাল ঘোষ৷ আবার গতবার মন্ত্রিসভার সদস্য ছিলেন পূর্ণেন্দু বসু৷ তবে এবার তিনি টিকিট পাননি৷ তাঁকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলেও জল্পনা রয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *